Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে বাংলা

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে বাংলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি যে চারটি বিদেশি ভাষা ঠাঁই পেয়েছে, সেসবের একটির নাম বাংলা। আজ সোমবার (৪ নভেম্বর) ‍যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিচালনাকারী সংস্থা বোর্ড অব ইলেকশনসের নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

নিউইয়র্ক সিটিতে আয়োজিত সেই ব্রিফিংয়ে রায়ান বলেন, ‘অভিবাসী ভোটারদের সুবিধার জন্য ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি চারটি ভাষা অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব ইলেকশনস নিউইয়র্ক শাখা। এই ভাষাগুলো হলো চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা।’

নিউইয়র্ক সিটির বিখ্যাত টাইমস স্কয়ার এলাকার একটি দোকানে কাজ করেন শুভাশীষ। ‍যিনি ভারতের পশ্চিমবঙ্গ থেকে নিউইয়র্কে গিয়ে স্থায়ী হয়েছেন। এনডিটিভি ওয়ার্ল্ডকে শুভাশীষ বলেন, ‘আমি নিজে ইংরেজি ভাষায় দক্ষ, তবে এখানে আমাদের কমিউনিটিতে এমন অনেক মানুষ আছেন, যাঁরা বাংলাভাষার ব্যালট পেপার দেখলে স্বস্তি বোধ করবেন। ভোটকেন্দ্রে এটি তাঁদের জন্য সহায়ক হবে। আমি নিশ্চিত যে আমার বাবা এই ব্যাপারটি পছন্দ করবেন।’

যুক্তরাষ্ট্রের মোট অভিবাসীদের একটি বড় অংশ থাকেন নিউইয়র্ক সিটিসহ এই রাজ্যের বিভিন্ন শহরে। সরকারি পরিসংখ্যান বলছে, লোকজন গোটা নিউইয়র্কে ২ শতাধিক ভাষায় কথা বলেন। এসবের মধ্যে হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, তামিলসহ বিভিন্ন ভারতীয় ভাষাও রয়েছে। কিন্তু সেসবের মধ্যে একমাত্র বাংলাকে ভারতীয় ভাষা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাইকেল জে রায়ান বলেন, ‘আমি বুঝতে পারছি যে (ব্যালট পেপারের জন্য) অন্যান্য ভারতীয় ভাষাকে বাদ দিয়ে শুধু বাংলাকে বেছে নেওয়ায় অন্যান্য ভাষাভাষী ভারতীয়রা হয়তো মনঃক্ষুণ্ন হয়েছেন, কিন্তু এটা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না।’

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ভোটার অধিকার আইন, ১৯৬৫-এর আওতায় একটি মামলা করা হয়েছিল নিউইয়র্কের আদালতে। মামলাকারীদের দাবি ছিল, নিউইয়র্কে যেসব অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বেশি, সেসব অঞ্চলে ইংরেজির পাশাপাশি অন্তত একটি অভিবাসী ভাষায় ব্যালট পেপার প্রদান করা হোক। পরে নিউইয়র্কের রাজ্য প্রশাসন ও মামলাকারী—দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চার ভাষায় ব্যালট পেপার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট

মাস্কের ছেলে নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কই বদলে ফেললেন ট্রাম্প