Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ

অনলাইন ডেস্ক

এবার জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ‘খুব ভালো’ ফোনালাপ
ছবি: সংগৃহীত

গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘণ্টার এক ফোনালাপে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিন পর আজ বুধবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেছেন। ট্রাম্প ও জেলেনস্কির এই ফোনালাপ স্থায়ী হয়েছে প্রায় এক ঘণ্টা।

ট্রুথ সোশ্যালের একটি পোস্টে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একটি খুব ভালো ফোনালাপ শেষ করেছি। এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।’

এই ফোনালাপের বেশির ভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হওয়া ফোনালাপের ওপর ভিত্তি করে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ও ইউক্রেনের চাহিদা ও অনুরোধগুলোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এমন প্রচেষ্টা।

ট্রাম্প যোগ করেন, ‘আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে আলোচনার মূল বিষয়গুলোর একটি নির্ভুল বিবরণ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি শিগগিরই প্রকাশিত হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্কের দিন শেষ: কানাডার প্রধানমন্ত্রী

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ১০ হাজার কর্মী ছাঁটাই করবে ট্রাম্প প্রশাসন

কাগজের নোট কেন পরিবর্তন করে না যুক্তরাষ্ট্র

শুধু সাঁজোয়া যানটি পাওয়া গেছে, লিথুনিয়ায় নিখোঁজ ৪ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ট্রাম্পের, বাণিজ্য যুদ্ধের শঙ্কা মিত্রদের

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হুমকি চীন

হুতি নেতাকে হত্যার দিকনির্দেশনা দেন পেন্টাগনপ্রধান হেগসেথ

জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রস্তাব গৃহীত

যুক্তরাষ্ট্রে ফেন্টানিলের কাঁচামাল পাচার, ৩ শীর্ষ কর্মকর্তাসহ ভারতীয় কোম্পানি অভিযুক্ত

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার