Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা, পুতিনের সংকেত পেয়েছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধ বন্ধের জোর সম্ভাবনা, পুতিনের সংকেত পেয়েছেন ট্রাম্প
২০১৯ সালে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এই আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শেষ হওয়ার ‘জোর সম্ভাবনা’ রয়েছে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের খুব ভালো এবং ফলপ্রসূ একটি আলোচনা হয়েছে। অবশেষে এই ভয়াবহ, রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।’ তিনি আরও বলেন, তিনি পুতিনকে ‘সম্পূর্ণভাবে ঘিরে থাকা’ ইউক্রেনীয় সৈন্যদের জীবন বাঁচানোর অনুরোধ করেছেন।

তবে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প ও পুতিনের মধ্যে সরাসরি কোনো কথা হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন দূত স্টিভ উইটকফ গতকাল বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন।

অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন উইটকফের মাধ্যমে ট্রাম্পের কাছে একটি ‘সংকেত’ পৌঁছে দিতে এই বৈঠককে ব্যবহার করেছেন। তিনি জানান, উইটকফ ট্রাম্পকে ব্রিফ করার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একটি ফোন কলের সময় নির্ধারণ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি চান মস্কো ও কিয়েভ দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হোক। যাতে দ্রুত এই সংঘাতের অবসান ঘটে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এ ছাড়া এই যুদ্ধ ইতিমধ্যেই উভয় পক্ষের বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

বড়দের সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত নয়: ইউক্রেনকে ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের খাদ্য সহায়তা বন্ধে দুর্ভিক্ষ হতে পারে বিশ্বজুড়ে

ট্রাম্পকে ১০০ বিলিয়ন ডলার ‘সুরক্ষা ফি’ দিয়ে উদ্বেগ ও হতাশা ছড়াল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোম্পানি

ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

গণ উচ্ছেদ ত্বরান্বিত করতে ‘যুদ্ধকালীন ক্ষমতা’ প্রয়োগের প্রস্তুতি ট্রাম্পের

গুয়ানতানামো বে কারাগার থেকে অভিবাসীদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইউরোপীয় অ্যালকোহলের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

১৯২৯ সালের মহামন্দার চেয়েও বড় শেয়ারবাজার ধস আসছে—কিয়োসাকির সতর্কতা

আমেরিকান মদে ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত: হোয়াইট হাউস