Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভাইকে সাহায্য করার অভিযোগ সিএনএনের উপস্থাপক বরখাস্ত 

অনলাইন ডেস্ক

ভাইকে সাহায্য করার অভিযোগ সিএনএনের উপস্থাপক বরখাস্ত 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাঁকে সাহায্য করেছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের উপস্থাপক ক্রিস কুয়োমো। আর এ কারণে তাঁকে বরখাস্ত করেছে সিএনএন। স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

করোনা মহামারির শুরুতে, অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নিউ ইয়র্কে করোনার প্রকোপ বাড়ার পর এ নিয়ে দৈনিক ব্রিফ করে প্রশংসিত হন শহরটির তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কিন্তু কয়েক মাস পরে তাঁর বিরুদ্ধে ১১ জন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত আগস্টে অ্যান্ড্রু কুয়োমো পদত্যাগ করেন। 

গত অক্টোবরে, ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুয়োমোর জোরপূর্বক স্পর্শ করার জন্য অপরাধে মামলা দায়ের করা হয়। সিএনএন জানায়, যৌন হয়রানির অভিযোগ থেকে ভাইকে বাঁচাতে চেষ্টা করেছিলেন ক্রিস কুয়োমো। 

এ নিয়ে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের মুখপাত্র বলেন, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসের নথি থেকে বোঝা যায় যে ক্রিস কুয়োমো তাঁর ভাইকে বাঁচানোর চেষ্টা চালিয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, সিএনএন বুঝতে পেরেছে যে ক্রিস কুয়োমোর কাছে তাঁর পরিবার প্রথম এবং এরপর হলো চাকরি। সবকিছু বিবেচনা করে অনির্দিষ্ট সময়ের জন্য তাঁকে বরখাস্ত করা হলো।

নিউ ইয়র্কের সাবেক গভর্নর মারিও কুয়োমোর ছেলে অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো। গতকাল মঙ্গলবার সিএনএনে ক্রিস কুয়োমোর অনুষ্ঠানে অ্যান্ডারসন কুপারকে উপস্থাপনা করতে দেখা গেছে।

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!