Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হেনলি পাসপোর্ট সূচক ২০২৫

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, সূচকে পেছাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, সূচকে পেছাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ছোট্ট নগর-রাষ্ট্র সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বসেরার অবস্থান ধরে রেখেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এই দেশের। সিঙ্গাপুরের নাগরিকেরা চলতি বছর বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন।

পাসপোর্ট সূচকে সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। এই দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।

তালিকায় তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এ দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন।

আর ১৯১টি দেশে প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা।

এরপরই বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী ১৯০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন। এভাবে ষষ্ঠ অবস্থানে থাকা গ্রিস ও অস্ট্রেলিয়া ১৮৯টি দেশে, সপ্তম অবস্থানে থাকা কানাডা, পোল্যান্ড ও মাল্টা ১৮৮টি দেশে, অষ্টম অবস্থানে থাকা হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ১৮৭টি দেশে, নবম অবস্থানে থাকা এস্তোনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮৬টি দেশে এবং দশম অবস্থানে থাকা লিথুনিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট নিয়ে ১৮৫টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পাওয়া যাবে।

তালিকাটিতে বাংলাদেশের পাসপোর্ট প্রায় তলানির দিকে রয়েছে। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় ১০০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।

তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাতটি দেশের। এই দেশগুলো হলো নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান।

তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল। কিন্তু এই পাসপোর্ট তালিকার নবম স্থানে অবস্থান করছে।

আরেকটি বিষয় হলো, তালিকায় সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টের উত্থান। গত এক দশকে ৭২টি নতুন গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা অর্জন করে দেশটি দশম অবস্থানে উঠে এসেছে। এই হিসেবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

নতুন তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ও সর্বনিম্ন পাসপোর্টের মধ্যে ভ্রমণ স্বাধীনতার ফারাক এখন সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত বিপর্যয় এই বৈষম্য আরও বাড়াচ্ছে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করে।

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

হ্যান্ডশেকের মধ্য দিয়ে শুরু হলো ট্রাম্প-জেলেনস্কির বৈঠক

কী হবে ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে, অধীর অপেক্ষায় কিয়েভের মানুষ

চীনের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

খনিজ চুক্তির বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

বাণিজ্য চুক্তিতে এলে শুল্ক ছাড় পেতে পারে যুক্তরাজ্য: ট্রাম্প