আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে বলা হয়েছিল, ৩১ আগস্টের মধ্যেই তাদের সব সেনা প্রত্যাহার করা হবে। সেই কথাই রেখেছে বাইডেন প্রশাসন। তবে সেনা প্রত্যাহারের মধ্যে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় বর্তমান আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। তৎকালীন আফগান নিরাপত্তা বাহিনী কোনোরকম প্রতিরোধ গড়তে পারেনি তালেবানের বিরুদ্ধে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ভাবতে পারেননি যে এভাবে পতন হবে আফগান সেনাদের। স্থানীয় সময় মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন।
বাইডেন বলেন, আমরা যেমন উদ্ধার কাজ চালিয়েছে এ পর্যন্ত কোনো জাতি এমনটি করেনি। যুক্তরাষ্ট্র সেনারা যা ধারণা করা হচ্ছিল তার চেয়ে দ্বিগুণের বেশি মানুষকে উদ্ধার করেছে। আফগান সেনাবাহিনীর দ্রুত হয়েছে যেটি কেউ ভাবতেও পারেনি।
মার্কিন সেনা প্রত্যাহারের শেষের দিকে গত গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলায় কমপক্ষে ১৩ মার্কিন সেনা নিহত হন। এ প্রসঙ্গে আইএসকে সতর্ক করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আরও প্রতিশোধ নেবে। আমরা আফগানিস্তান এবং অন্যান্য দেশে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।
২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ২ হাজার ৪০০ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া দেশটির প্রায় ২৩ হাজার যোদ্ধা এই যুদ্ধে আহত হয়েছেন।