Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সফটওয়্যার ত্রুটি: পেনসিলভানিয়ায় বাড়ানো হচ্ছে ভোটের সময়

অনলাইন ডেস্ক

সফটওয়্যার ত্রুটি: পেনসিলভানিয়ায় বাড়ানো হচ্ছে ভোটের সময়
পেনসিলভানিয়ার ভোটারেরা ব্যালটের মাধ্যমে বেছে নিচ্ছেন পছন্দের প্রার্থীকে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ হিসেবে ধরা হচ্ছে। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এখানে সর্বাধিক ১৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে সফটওয়্যার ত্রুটির কারণে ভোট প্রদানে বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে নির্বিঘ্নে ভোটের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে সফটওয়্যার ত্রুটির কারণে ব্যালট স্ক্যান করতে সমস্যা হয়েছে। অর্থাৎ ভোট প্রদানের পরেও কিছুক্ষেত্রে সেটি স্ক্যান করতে পারেনি মেশিন। ফলে ভোট প্রদানে বিলম্ব হয়েছে।

ক্যাম্ব্রিয়া কাউন্টির কমিশনারদের নিয়ে গঠিত ক্যাম্ব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন এক বিবৃতিতে জানায়, আজ সকালে তাঁরা জানতে পারেন, সফটওয়্যার ত্রুটির কারণে ভোটারেরা ব্যালট স্ক্যান করতে পারছেন না। তাঁরা যেন কোনোভাবেই নিরুৎসাহিত না হন, সে কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। সফটওয়্যার সমস্যা সমাধানে আইটি বিশেষজ্ঞ ডাকা হয়েছে। যারা ইতিমধ্যে ভোট প্রদান করেছেন, তাঁদের সকলের ভোট নিরাপদ রয়েছে এবং গণনা করা হবে। কেউ চাইলে মেশিনের পরিবর্তে পেপার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে ভোট শুরুর চার ঘণ্টা পর সফটওয়্যারজনিত ত্রুটির এমন তথ্য পাওয়া যায়। এছাড়া পেনসিলভানিয়ার আলেঘানি কাউন্টিতেও ভোট প্রদানে বিলম্ব হওয়ার দুটি ঘটনার কথা জানা গেছে।

ড্যাভ লুসিও নামের একজন ভোটার সিএনএনকে বলেন, ‘আমরা (লুসিও ও তাঁর স্ত্রী) ভোট দিতে গিয়ে দেখি, কেন্দ্র একেবারে ফাঁকা। পরে সফটওয়্যার ত্রুটির বিষয়টি জানতে পারি। সবকিছু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।

হোয়াইট হাউসে বসে ট্রাম্পের ‘ভুল’ ধরিয়ে দিলেন মাখোঁ

মাস্কের নাগরিকত্ব বাতিলে দেড় লাখের বেশি কানাডীয়র পিটিশন

যুক্তরাষ্ট্রে ইউএসএআইডির ১৬০০ পদ বিলুপ্ত, বাকিদের সবেতন ছুটি

হত্যার দায়ে ৩০ বছর সাজা ভোগের পর ডিএনএ টেস্টে নিরপরাধ প্রমাণ

কৃষ্ণাঙ্গদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি স্থগিত করল মার্কিন প্রশাসন

ইউক্রেনে নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের খরচ করা অর্থ ফেরত আনব আমরা: ট্রাম্প

মার্কিন স্বর্ণের মজুত ঠিকঠাক আছে কি না দেখতে ফোর্ট নক্সে যাবেন মাস্ক

সোমবারের মধ্যে কাজের হিসাব দাও, নইলে চাকরি ছাড়: মার্কিন কর্মীদের মাস্ক

রয়টার্স মিথ্যা বলছে: ইউক্রেনে স্টারলিংক বন্ধের খবর প্রসঙ্গে মাস্ক

ইউএসএআইডির সহায়তা বন্ধে এইচআইভি ও ম্যালেরিয়ার ওষুধের তীব্র সংকট