হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভাঙচুরের ৩ বছর পর আবারও ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা তথা ক্যাপিটল হিল সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি তাঁর সমর্থকেরা সেখানে ভাঙচুর চালানোর তিন বছরের বেশি সময় পর সেখানে গেলেন তিনি। নিজ দল রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেই সেখানে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আগামী নভেম্বরের অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য মনোনীত প্রার্থী ঐক্যের ক্যাপিটল হিলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন, তিনি দলের মধ্যকার যেকোনো দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। পরে তিনি ২০০ ব্যবসায়ী নেতার সঙ্গেও সাক্ষাৎ করেন। 

ট্রাম্পের ক্যাপিটল হিল সফরের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পই বিদ্রোহের উসকানিদাতা ছিলেন...ক্রাইম সিনে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি এটিই প্রমাণ করলেন। 

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে অবস্থিত রিপাবলিকান পার্টির দলীয় কার্যালয়ে যান। এ সময় একদল লোক ট্রাম্পের আগমনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। নিউইয়র্কের আদালতে ব্যবসায়িক তথ্য জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কয়েক দিন পর তিনি ক্যাপিটল হিল সফরে গেলেন। 

পরে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর দলের মধ্যে দারুণ ঐক্য বিরাজ করছে। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, দলের কোনো নেতার সঙ্গে মতবিরোধ থাকলেও তিনি সব পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াবেন। তিনি বলেন, ‘আমি আপনাদের সবার সঙ্গে আছি এবং আপনাদের সবার সঙ্গে থাকব।’ 

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমাদের মনে এখন একটি মাত্র বিষয় আছে, সেটি হলো—আমাদের দেশকে আবারও মহান করে তুলতে হবে।’ এ সময় ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একদল সমর্থক বলতে থাকেন, ‘আমরা আপনাকে ভালোবাসি।’ জবাবে ট্রাম্প বলেন, ধন্যবাদ। 

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর হাউস অব রিপ্রেজেনটেটিভসের বর্তমান স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন বলেন, সাবেক প্রেসিডেন্ট আজ সকালে বিপুল উৎসাহ ও উদ্দীপনাসহ হাজির হয়েছিলেন আমাদের মাঝে।

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

সেকশন