হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকান উপসাগর হয়ে গেল আমেরিকান উপসাগর

ছবি: দ্য গার্ডিয়ান

প্রযুক্তি জায়ান্ট গুগল নিশ্চিত করেছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের গুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করা হবে।

তবে মেক্সিকোতে অঞ্চলটি আগের মতোই ‘গালফ অব মেক্সিকো’ নামে পরিচিত থাকবে। আর এই দুই দেশের বাইরে অন্য দেশগুলোতে এই অঞ্চলের জন্য উভয় নামই ব্যবহার করা হবে।

এ ছাড়া উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ডেনালি যুক্তরাষ্ট্রে মাউন্ট ম্যাককিনলি নামে পুনরায় নামকরণ করা হবে। এই পরিবর্তনও ২০ জানুয়ারি ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী করা হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে গুগল বলেছে, ‘সরকারি নাম পরিবর্তন হলে আমাদের একটি দীর্ঘদিনের প্রথা আছে সেগুলো হালনাগাদ করার।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে উপসাগরের ভিন্ন ভিন্ন লেবেল ব্যবহার সম্পর্কে গুগল বলেছে, ‘যখন বিভিন্ন দেশের সরকারি নাম ভিন্ন হয়, ম্যাপস ব্যবহারকারীরা তাদের স্থানীয় সরকারি নামটি দেখতে পান। অন্য সব জায়গায় উভয় নামই দেখা যাবে। এখানেও এই নিয়ম প্রয়োগ করা হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে ওই নামগুলো পরিবর্তনের ঘোষণা দেন। এটি ছিল তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ।

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, এখন থেকে গালফ অব মেক্সিকোকে অফিশিয়ালি গালফ অব আমেরিকা হিসেবে অভিহিত করা হবে এবং উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গটি আবার মাউন্ট ম্যাককিনলি নামে পরিচিত হবে।’

গুগল জানিয়েছে, এই নামগুলো যুক্তরাষ্ট্র সরকারের ভৌগোলিক নামের তথ্য ব্যবস্থায় হালনাগাদ হওয়ার পর গুগল ম্যাপসে কার্যকর করা হবে।

ট্রাম্প যখন ‘গালফ অব মেক্সিকো’-এর নাম পরিবর্তনের প্রতিশ্রুতি দেন, তখন এর প্রতিক্রিয়া জানিয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম রসিকতা করে বলেছিলেন, পুরো উত্তর আমেরিকার নাম পরিবর্তন করা উচিত।

ক্লদিয়া প্রস্তাব দেন, পুরো অঞ্চলটির নাম রাখা হোক ‘আমেরিকা মেক্সিকানা’ বা ‘মেক্সিকান আমেরিকা’। এটি মেক্সিকোর ১৮১৪ সালের সংবিধানপূর্ব একটি দলিলের অংশ।

গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়ে ট্রাম্প মন্তব্য করেন, ‘গালফ অব আমেরিকা’ নামটি বেশ সুন্দর এবং যথার্থ। তিনি আরও বলেন, ‘মেক্সিকোকে আমাদের দেশে লাখ লাখ মানুষের প্রবেশ বন্ধ করাতে হবে।’

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি