হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জিম্মিদের মুক্তির জন্য নেতানিয়াহু যথেষ্ট করছেন না: বাইডেন 

হামাসের হাতে বন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জিম্মিদের মুক্তির দাবিতে যখন উত্তাল ইসরায়েল এমন সময়ই এই অভিযোগ করলেন বাইডেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে।

গত শনিবার ছয়জন ইসরায়েলি বন্দীর মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুড়ঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে আমেরিকান-ইসরায়েলি হার্শ গোল্ডবার্গ পোলিনের মরদেহও ছিল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, উদ্ধারের দুই-এক দিন আগে হামাস যোদ্ধারা তাঁদের হত্যা করেছে। যদিও হামাস বলছে, ইসরায়েলি বোমায় এসব বন্দী নিহত হয়েছে।

ইসরায়েলি বন্দীদের মরদেহের উদ্ধারের পরদিন ১ সেপ্টেম্বর ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজ সোমবারও (২ সেপ্টেম্বর) বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে লাখ লাখ ইসরায়েলি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন করে। এতে নতুন করে চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু।

সোমবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জো বাইডেন। সেখানে এই সপ্তাহে দুই পক্ষের কাছে একটি চূড়ান্ত বন্দী মুক্তির চুক্তি উপস্থাপন করার পরিকল্পনা করছেন কি না, জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমরা এর খুব কাছাকাছি আছি।’

এই চুক্তির প্রস্তাব সফল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আশা চিরন্তন।’ এ ছাড়া বন্দিবিনিময়ের চুক্তি স্বাক্ষরের বিষয়ে নেতানিয়াহু যথেষ্ট কাজ করছেন কি না জানতে চাইলে বাইডেন বলেন, ‘না।’

গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন আক্রমণ চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যার পর প্রায় ২৫০ জনকে বন্দী করে গাজায় নিয়ে জিম্মি করে রাখে। হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় ইসরায়েলের ভয়াবহ আক্রমণে ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি