হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫০০ কোটি ডলারের সহায়তা বিল: মার্কিন হাউসে ভোট শনিবার

অনলাইন ডেস্ক

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য সাড়ে ৯ হাজার কোটি ডলারের নিরাপত্তা সহায়তা বিলের ওপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে ভোটাভুটি হবে স্থানীয় সময় আজ শনিবার। রিপাবলিকানদের নিয়ন্ত্রিত হাউসে বিলটি পাস হবে বলেই ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ সিনেটে এই বিল পাস করার পর কেটে গেছে দুই মাসেরও বেশি সময়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল পর্যন্ত আইন প্রণেতারা বিলটিকে ঘিরে ভোট আয়োজনের জন্য হাউস স্পিকার মাইক জনসনকে আহ্বান জানিয়ে আসছেন।

গত ফেব্রুয়ারিতে বিলটি সিনেটে ৭০ শতাংশ সমর্থন পেলেও আটকে গেছে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে। রিপাবলিকান আইন প্রণেতাদের ইউক্রেনে সহায়তা দেওয়ায় আপত্তির কারণেই মূলত বিলটি আটকে গেছে।

ইউক্রেনের জন্য প্রায় ছয় হাজার কোটি ডলার তহবিল বরাদ্দ রাখা হয়েছে বিলটিতে যেখানে ইউক্রেন সেনাদের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। এই অর্থের বেশির ভাগই ইউক্রেনের সামরিক অভিযানকে সমর্থন করার জন্য এবং ফ্রন্টলাইনে পাঠানো অস্ত্র ও সরঞ্জামের মার্কিন সরবরাহ পুনরায় শুরু করতে ব্যয় করা হবে।

আরও ১ হাজার ৪০০ কোটি ডলার মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন সামরিক অভিযানের জন্য ব্যয় হবে। আর চীনের আগ্রাসন প্রতিরোধ প্রচেষ্টার অংশ হিসেবে তাইওয়ানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের সহায়তা করতে ব্যয় করা হবে প্রায় ৮০০ কোটি ডলার।

এ ছাড়া ইউক্রেন, ইসরায়েল ও গাজায় মানবিক সহায়তার জন্য প্রায় ১ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। ফিলিস্তিনের প্রায় এক-চতুর্থাংশ জনসংখ্যা অনাহারে রয়েছে এবং ভূখণ্ডের একটি বড় অংশ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, কংগ্রেস কী করে তা দেখছে পুরো বিশ্ব। বিলটি পাস করা গেলে তা এক গুরুত্বপূর্ণ মুহূর্তে মার্কিন নেতৃত্বের শক্তি সম্পর্কে শক্তিশালী বার্তা পাঠাবে। প্রশাসন কংগ্রেসের উভয় কক্ষকেই দ্রুত এই সম্পূরক তহবিল প্যাকেজটি প্রেসিডেন্টের ডেস্কে পাঠাতে অনুরোধ করছে।

গতকাল উভয় দলের ভোটাররা ৩১৬-৯৪ ব্যবধানে বিলটিকে ভোটে নিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার সিনেটরদের বলেছেন যে, প্রত্যাশা অনুযায়ী বিলটি পাস হলে আগামী সপ্তাহেই এ নিয়ে পরবর্তী কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তবে ইউক্রেনকে আরও সাহায্য দেওয়ার তীব্র বিরোধিতা করেছে কয়েকজন কট্টরপন্থী রিপাবলিকান। তাঁদের যুক্তি, ৩৪ লাখ কোটি ডলারের জাতীয় ঋণের বোঝা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই সহায়তা দিতে পারে না। তাঁরা বারবার মাইক জনসনকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে যাচ্ছে।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন