হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫, আহত ৪১  

যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্থানে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪১ জন। যুক্তরাষ্ট্রের শিকাগো, ওয়াশিংটন, পেনসিলভানিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বাল্টিমোর ও সেন্ট লুইসে এসব ঘটনা ঘটেছে। তবে এগুলোকে গণহত্যা হলা যাচ্ছে না, কারণ কোনো জায়গায় মৃতের সংখ্যা চার বা তার বেশি হয়নি। 

সেন্ট লুইসে গতকাল রোববার উঠতি বয়সীদের পার্টিতে বন্দুকধারীর গুলিতে এক কিশোর (১৭) মারা গেছে। রাত ১টা নাগাদ সেখানে গুলি চলে। এ ঘটনায় অন্তত আরও ৯ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

শিকাগো থেকে ২০ মাইল দূরে উইলব্রুকে একটা অনুষ্ঠানে যোগ দিতে কয়েক শ মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে গুলিতে ২৩ জন আহত হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। শহরের শেরিফ জানিয়েছেন, একাধিক মানুষ গুলি চালায়। কেন এই গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

গত শনিবার রাতে ওয়াশিংটন স্টেট ক্যাম্প গ্রাউন্ডে কনসার্টে গুলি চালায় এক বন্দুকধারী। এতে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন। পরে পুলিশের গুলিতে ঘাতক আহত হন ও তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর সারা রাত কনসার্ট চললেও, রোববার তা বাতিল করা হয়। 

পেনসিলভানিয়াতে গত শনিবার সকালে পুলিশের ব্যারাকে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর আরেক পুলিশ সদস্য। গতকাল রোববার পুলিশ জানিয়েছে, বন্দুকধারী রাইফেল থেকে গুলি চালায়। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে মারা যায়। তবে কেন ওই ব্যক্তি পুলিশকে আক্রমণ করেছিল, তা জানা যায়নি।  

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত শনিবার একটি পুল পার্টিতে বন্দুক হামলায় ৯ জন আহত হয়েছেন। আহতদের বয়স ১৬ থেকে ২৪-এর মধ্যে। এদের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় একটি গাড়িকে দেয়ালে ধাক্কা দিতে দেখতে পায়। গাড়িটির চালক গুলিবিদ্ধ ছিলেন। 

বাল্টিমোরে গত শুক্রবার রাতে বন্দুক হামলায় ছয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে তিনজনের শরীরে একাধিক গুলি লেগেছে। আর আহত অপর তিনজন নিজেরাই রাস্তা পার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের বয়স ১৭ থেকে ২৪-এর মধ্যে। 

এদিকে কয়েক বছর ধরে আমেরিকায় বন্দুকধারীদের গুলিতে নিহতের সংখ্যা বাড়ছে। এ বছরও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। স্কুলে, শপিং মলে, স্কুলের অনুষ্ঠানে গুলি চলছে। হামলাকারীদের মধ্যে অধিকাংশই কিশোর, তরুণ ও যুবকেরা। এরপরেও আমেরিকার অস্ত্র আইন কড়াকড়ি করা হচ্ছে না। রিপাবলিকান পার্টির নেতারা এর বিরোধিতা করছেন। 

বিশেষজ্ঞরা বলছেন, আগে যেখানে কিশোর বা যুবকদের ঝগড়া হলে ঘুষি মারা হতো, এখন সেখানে গুলি চলছে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি