অনলাইন ডেস্ক
ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো থেকে উড়োজাহাজ চলাচল কয়েক ঘণ্টা ধরে বন্ধ থাকার পর চালু হতে শুরু করেছে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতভর বন্ধ থাকার পর ক্রটি সারিয়ে সকাল ৯টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে আস্তে আস্তে ফ্লাইট উড্ডয়ন পুনরায় শুরু হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক টুইট বার্তায় জানিয়েছে।
এর আগে এ ঘটনায় এখন পর্যন্ত ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়।
‘বিভ্রাটের পর এফএএ নোটিস টু এয়ার মিশন (এনওটিএএম) সিস্টেমকে পুরোপুরি পুনরুদ্ধারে কাজ করছে। কিছু কিছু কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমের কার্যক্রম এখনও সীমিত।
বিমান চলাচলে এই বিভ্রাটের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে জানিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত এ ঘটনায় ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, এই ঘটনায় মালবাহী উড়োজাহাজসহ সব ফ্লাইটের উপর প্রভাব ফেলেছে।
ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, এফএএ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সব অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়তে বিলম্ব করবে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, নিওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আটলান্টা এয়ারপোর্ট থেকে ফ্লাইট উড্ডয়ন শুরু হচ্ছে বলে জানিয়ে এফএএ।