হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বছর শেষে বাইডেন-চিন পিং দ্বিপক্ষীয় বৈঠক

চলতি বছরের শেষে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বুধবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এমনটি জানিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভার্চুয়াল বৈঠকের জন্য নীতিগতভাবে চুক্তি হয়েছে। ওই কর্মকর্তা বলেন, শি-কে দেখতে কতই না ভালো লাগবে। এই বৈঠক তিনি কয়েক বছর ধরে করেননি। 

মার্কিন ওই কর্মকর্তা জানিয়েছেন, রোমে অনুষ্ঠিত আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নেবেন না শি। আর এ জন্যই ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে মার্কিন স্থানীয় সময় বুধবার জুরিখে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এবং চীনের শীর্ষ কূটনৈতিক ইয়াং জিচির মধ্যে ছয় ঘণ্টা বৈঠক হয়। ওই বৈঠকে পরই বাইডেন-চিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের খবর জানায় রয়টার্স।

তাইওয়ানের প্রতি বেইজিংয়ের আগ্রাসী ভঙ্গি, অস্ট্রেলিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন বিক্রির মার্কিন সিদ্ধান্ত, জিনজিয়াংয়ের উইঘুরদের ওপর নির্যাতন, বাণিজ্য বিরোধের কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। 

বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত একাধিকবার শি চিন পিংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি