যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মধ্য আকাশে উড়োজাহাজ ও হেলিকপ্টারের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। অ্যারিজোনার চ্যান্ডলার দমকল বাহিনীর মুখপাত্র কেইথ ওয়েলচ এই তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে কেইথ ওয়েলচ বলেন, একটি হেলিকপ্টার এবং ছোট বিমানের মধ্যে সংঘর্ষটি হয়। হেলিকপ্টার এবং ছোট বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো। সংঘর্ষের পর বিমানটি নিরাপদে অবতরণ করে।
চ্যান্ডলারের পুলিশের মুখপাত্র সার্জেন্ট জ্যাসন ম্যাকক্লিম্যানস বলেন, হেলিকপ্টারটিতে দুজন ব্যক্তি নিহত হয়েছেন।
এই সংঘর্ষের ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে চ্যান্ডলার পুলিশ।