Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজায় মিডিয়া ভবনে হামাসের কার্যক্রমের প্রমাণ দিতে পারেনি ইসরায়েল : যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

গাজায় মিডিয়া ভবনে হামাসের কার্যক্রমের প্রমাণ দিতে পারেনি ইসরায়েল : যুক্তরাষ্ট্র

ঢাকা: গাজায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এবং সংবাদমাধ্যম আল জাজিরার কার্যলায় ভবনটিতে হামাসের কোনো কার্যক্রম থাকার প্রমাণ ইসরায়েল দিতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গতকাল সোমবার ডেনমার্কের কোপেনহেগেনে তিনি এমনটি বলেন। অর্থনীতি, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে আলোচনা করতে কোপেনহেগেন সফর করছেন ব্লিঙ্কেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, হামলা চালানোর পরই আমরা বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করেছি। আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।

এর আগে গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইসরায়েলের তত্ত্বাবধায়ক সরকার প্রধান বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ব্যুরো অফিস যে ভবনটিতে ছিল সেটিতে ছিল হামাসের গোপন দপ্তর। আর এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের জানিয়েছিল ইসরায়েল।।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে নেতানিয়াহু বলেন, আল জালা ভবনটিতে ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের গোপন দপ্তর ছিল। তাই দেশের জনগণের নিরাপত্তার স্বার্থেই ভবনটি ধ্বংস করতে হয়েছে।

গত শনিবার গাজায় আল জালা নামের ১২ তলা ভবনটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলের বিমানবাহিনী। ওই ভবনটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয় ছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠানের কার্যালয় ও অ্যাপার্টমেন্ট ছিল।

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী