হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলি আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রে বরখাস্ত মুসলিম নার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনকে ‘গণহত্যা’ বলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বরখাস্ত হয়েছেন একজন মুসলিম নার্স। নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের নার্স হেসেন জাবর এ মাসের শুরুতে একটি পুরস্কার গ্রহণ করার সময় গাজায় আগ্রাসনকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছিলেন। সে কারণেই চাকরি খুইয়েছেন তিনি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ফিলিস্তিনি আমেরিকান নাগরিক হেসেন জাবর একজন প্রজনন বিষয়ক নার্স। তিনি সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বলেছেন, গর্ভকালীন অবস্থায় সন্তানদের হারানো শোকার্ত মায়েদের সঙ্গে কাজ করার স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কার গ্রহণের সময় বক্তৃতা দিয়েছিলেন তিনি।

হেসেন জাবর বলেন, ‘পুরস্কার পাওয়ার পর ২২ মে আমার প্রথম শিফটে ফিরে আসি। আমি ইউনিটে যাওয়ার পরেই আমাকে এনওয়াইইউ ল্যাঙ্গোনের নার্সিংয়ের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে একটি তাৎক্ষণিক বৈঠকে ডেকে নেওয়া হয়। সেখানে জিজ্ঞেস করা হয় আমি কীভাবে অন্যদের ঝুঁকির মধ্যে ফেললাম, কীভাবে অনুষ্ঠানটি নষ্ট করলাম এবং কীভাবে মানুষকে আঘাত করলাম। কারণ, আমার বক্তৃতার একটি ছোট অংশে আমার দেশের শোকার্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম।’

হেসেনকে এরপর তাঁর শিফটে কাজে পাঠানো হয়। অন্যদিকে কর্তৃপক্ষ ঠিক করেছে কী করা হবে হেসেনকে নিয়ে।

হেসেন জাবর বলেন, ‘প্রায় পুরো শিফটে কাজ করার পর আমাকে আবারও ডেকে পাঠানো হলো অফিসে। সেখানে মানবসম্পদ পরিচালক অস্টিন বেন্ডার আমাকে আমার বরখাস্তের চিঠি পড়ে শোনান এবং একজন সাধারণ পোশাকের পুলিশ অফিসার আমাকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যান।’

হেসেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তাঁকে বক্তৃতায় বলতে শোনা যায়, ‘গাজায় চলমান গণহত্যায় আমার দেশের নারীরা কী অকল্পনীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে তা দেখে আমার কষ্ট হয়।’

ফক্স নিউজের মতে, এনওয়াইইউ ল্যাঙ্গোনের একজন মুখপাত্র স্টিভ রিটা নিশ্চিত করেছেন, হেসেন জাবরকে তাঁর বক্তৃতার কারণেই বরখাস্ত করা হয়েছে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি