হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেবে যুক্তরাষ্ট্র

পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেকের এসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিশুদের জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য তথ্য জমা দিতে শুরু করেছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো সম্পন্ন করেনি।   

যুক্তরাষ্ট্রর খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার জানেট উডকক বলেন, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করতে চাই। কারণ সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ দ্রততার সঙ্গে বাড়ছে। 

ওষুধ সংস্থাগুলো বলছে, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পরিকল্পিত তিন-ডোজ টিকার প্রথম দুটি ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে। 

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা বলেন, যদি দুটি ডোজের অনুমোদন পাওয়া যায়, তাহলে মার্কিন মা-বাবারা তাঁদের সন্তানদের জন্য একটি টিকার সিরিজ শুরু করার সুযোগ পাবেন। কোভিড-১৯-এর বর্তমান ধরন থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশুদের তিনটি ডোজ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

ফাইজার ও বায়োএনটেক একটি নির্দিষ্ট বয়সীদের ওপর ৩ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছর বয়সীদের ওপর ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর বয়সীদের ওপর ৩০ মাইক্রোগ্রাম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি