হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অচলাবস্থা কাটিয়ে মার্কিন কংগ্রেসের স্পিকার ট্রাম্পের মিত্র মাইক জনসন 

দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থা কাটিয়ে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার। রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র বলে পরিচিত মাইক জনসন মার্কিন কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে গত ৩ অক্টোবর হাউস অব রিপ্রেজেনটেটিভসের ভোটাভুটির মাধ্যমে পদচ্যুত হন ম্যাকার্থি। দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি।

এর পর থেকেই হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি হচ্ছিল। কিন্তু কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছিলেন না। অবশেষে গতকাল বুধবার ২২০-২০৯ ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন মাইক জনসন। তিনি রিপাবলিকান পার্টির রক্ষণশীল অংশের নেতা এবং ট্রাম্পের মিত্র বলে পরিচিত।

স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই মাইক জনসন ইসরায়েলের পক্ষে সমর্থন ব্যক্ত করে একটি বিল পাস করেছেন। তবে এসবের চেয়ে মাইক জনসন মূলত ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। তিনি রিপাবলিকান পার্টির সেই ১২৬ আইনপ্রণেতাদের একজন, যাঁরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। যদিও সেই আপিল খারিজ হয়ে যায়।

বিগত কয়েক দশকের মধ্যে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পদে নির্বাচিত হওয়াদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ মাইক জনসন ২০১৬ সালে প্রথমবারের মতো কংগ্রেসম্যান নির্বাচিত হন। তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন।

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী