Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই: ট্রাম্পের প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই: ট্রাম্পের প্রতিশ্রুতি
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবেই। আর এই বিষয়টি নিশ্চিত করতে তাঁর প্রশাসন কঠোর পরিশ্রম করবে। গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজ বাসভবন মার-এ-লাগোতে থিংক ট্যাংক আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ট্রাম্প।

তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে এটিই ট্রাম্পের প্রথম বক্তব্য নয়। অতীতেও তিনি বারবার জোর দিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় এলে এই যুদ্ধ বন্ধ করবেন। একবার তো তিনি বলেছেন যে, তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দেবেন। তবে কীভাবে তা করবেন সে বিষয়ে কোনো বিস্তারিত পরিকল্পনা তিনি শেয়ার করেননি।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প মার-এ-লাগোতে আয়োজিত অনুষ্ঠানে বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং আমরা রাশিয়া ও ইউক্রেন ইস্যুতে নিয়েও খুব কঠোর পরিশ্রম করব। এটি থামতে হবে। রাশিয়া এবং ইউক্রেনের থামতে হবে।’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিভিন্ন খবরে দেখেছি, গত তিন দিনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হাজার হাজার মানুষ। তারা হয়তো সৈন্য ছিল; কিন্তু সৈন্য হোক বা শহরের সাধারণ মানুষ—আমরা এটি নিয়ে কাজ করব।’ গত সপ্তাহে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর বিজয়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণ একটি অত্যন্ত অসাধারণ কিছু করেছে।’

এ সময় ট্রাম্প দাবি করেন, ‘গত ১২৯ বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক জয়...আমরা সব সুইং স্টেট জিতেছি। আমরা জনপ্রিয় (পপুলার) ভোটেও জিতেছি।’ ট্রাম্প বলেন, ৫ নভেম্বর নির্বাচনের পর থেকেই দেশ ভালো অবস্থায় আছে।

অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকারকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, ‘শুধু একটি কথা, মাননীয় স্পিকার। আমার মনে হয়, আপনাদের একটি বিল পাস করা উচিত। আমার মেয়াদ শুরু হওয়া উচিত ৫ নভেম্বর থেকে। অথবা ৬ নভেম্বর থেকে যদি চান। কারণ বাজার চাঙা হয়েছে এবং গত কয়েক দিনে মানুষের আগ্রহ দ্বিগুণ বেড়েছে।’

সর্বশেষ মার্কিন নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মধ্য দিয়ে দলটি একই সঙ্গে হাউস হাউস অব রিপ্রেজেনটেটিভস, সিনেট এবং হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পেয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ৩১২টি ইলেকটোরাল ভোট পেয়ে বিজয়ী হন। ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে পরাজিত করেন। ট্রাম্প আগামী ২০ জানুয়ারি চার বছরের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শপথ নেবেন।

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র