হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ৬০ বছর বয়সী এক সাবেক শেতাঙ্গ অধ্যাপক এই হামলা চালান। লাসভেগাস পুলিশ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

আইন প্রয়োগকারী সূত্র সিবিএস নিউজকে বলেছে, ওই সাবেক অধ্যাপক জর্জিয়া এবং উত্তর ক্যারোলিনায় পড়াতেন। 

বিশ্ববিদ্যালয় পুলিশের মুখপাত্র অ্যাডাম গার্সিয়া বলেন, হামলার পর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। তবে নিহত তিনজনের কেউ বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী নন। 

লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল এক সংবাদ সম্মেলনে বলেন, হামলার সময় ছাত্রদের কেউ খেলছিলেন, কেউ খাচ্ছিলেন। বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আর একজন গুরুতর আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবৃতি দিয়েছেন। তিনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৩০টিরও বেশি স্থানে বন্দুকধারীর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে লাস ভেগাসে এ ধরনের হামলার মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ববিখ্যাত শহরটিতে ২০১৭ সালে একটি সংগীত উৎসবে বন্দুকধারীর হামলায় ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি