চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে তালেবান। অবশেষে গত ১৫ আগস্ট ক্ষমতা দখলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।
তালেবান ক্ষমতা দখল করার পর থেকেই বিভিন্ন দেশ নিজেদের নাগরিক দেশে ফেরাতে উদ্বিগ্ন হয়ে পড়ে। নাগরিকদের দেশে ফেরানোর স্বার্থে আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়ানোর কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেন, আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে।
বিবিসি বলছে, এখনো আফগানিস্তানে ১০ হাজার থেকে ১৫ হাজার আমেরিকান নাগরিক রয়েছে। এ পর্যন্ত পাঁচ হাজার ২০০ জনকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র।