হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আরবেরি হত্যায় তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে আদালত

অনলাইন ডেস্ক

কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরি হত্যায় অভিযুক্ত তিন শ্বেতাঙ্গকে দোষী সাব্যস্ত করেছে জর্জিয়ার আদালত। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আদালতের বিচারকেরা এই রায় দেন। দোষী সাব্যস্তরা হলেন-গ্রেগরি ম্যাকমাইকেল, তাঁর ছেলে ট্র্যাভিস এবং তাঁদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আদালত তাঁদের হত্যা, ক্রমবর্ধমান আক্রমণ, মিথ্যা কারাদণ্ড এবং অপরাধমূলক অপরাধ করার অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। এর ফলে তাঁদের ন্যূনতম যাবজ্জীবন সাজা হবে। 

এই রায়ে গঠিত ১২ জন বিচারকের মধ্যে ১১ জনই ছিলেন শ্বেতাঙ্গ এবং ১ জন মাত্র ছিলেন কৃষ্ণাঙ্গ বিচারক। প্রায় দুই সপ্তাহ যাবৎ জর্জিয়ার ব্রান্সউইকের আদালতে এই মামলার শুনানি চলছিল। বুধবার দুপুরের দিকে রায় ঘোষণার আগে বিচারকেরা প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেন। এরপর তাঁরা এই রায় ঘোষণা করেন। 

আদালতে আসামিরা বলেছে, তাঁরা একজন নাগরিককে গ্রেপ্তারের সময় আত্মরক্ষায় কাজ করেছিল। কিন্তু বাদী পক্ষের আইনজীবী বলেছে, এই হত্যায় জাতিগত একটা বিষয় কাজ করেছে। 

উল্লেখ্য, গত বছরের ২৩শে ফেব্রুয়ারি আরবেরি জগিং করতে বের হন। এ সময় তিনি দক্ষিণ জর্জিয়ার একটি আবাসিক এলাকা দিয়ে দৌড়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে চোর মনে করে ধাওয়া করে আটক করেন অভিযুক্তরা। সেখানে অভিযুক্তদের সঙ্গে আহমাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শ্বেতাঙ্গদের একজন আহমাদকে গুলি করে হত্যা করেন। এই ঘটনা যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের জন্ম দেয়। এ ছাড়া বর্ণবাদ বিরোধী আন্দোলন নতুন এক রূপ নেয়। 

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক’ ধনিক শ্রেণির উত্থান হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেনের সতর্কবার্তা

সেকশন