হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কমলা হ্যারিসের জন্য তামিলনাড়ুতে প্রার্থনা

অনলাইন ডেস্ক

তামিলনাড়ুর শ্রী ধর্মসেনা মন্দিরে কমলার জন্য প্রার্থনা করছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ছবি: সংগৃহীত

শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। চার বছর পরপর এই নির্বাচন নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা দেখা যায়। মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মন্দিরে প্রার্থনার আয়োজন করেছিলেন দক্ষিণ ভারতীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।

কমলা হ্যারিসের প্রতি ভারতীয়দের এমন আগ্রহের কারণও আছে। কমলার মা ছিলেন একজন ভারতীয়, আর বাবা ছিলেন জ্যামাইকান। কমলার মায়ের জন্ম হয়েছিল ভারতের তামিলনাড়ু রাজ্যে। পরে তিনি ডক্টরেট করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেই স্থায়ী হন।

ইতিপূর্বে তামিলনাড়ুর চেন্নাইয়ে ছোটবেলায় নানার সঙ্গে দেখা করার স্মৃতি শেয়ার করেছিলেন কমলা। ভারতীয় ঐতিহ্য তাঁর জীবন এবং কর্মজীবনকে কীভাবে প্রভাবিত করেছে সে সম্পর্কেও বহুবার বলেছেন তিনি।

কমলার প্রতি সমর্থন জানিয়ে তামিলনাড়ুর মাদুরাই শহরের একটি হিন্দু সংগঠনের বল্লু নামে এক নেতা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের ভারতীয় তথা তামিল পূর্বপুরুষের নেত্রী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নিশ্চিতভাবেই তিনি নির্বাচনে জয়ী হবেন।’

একাধিক ভিডিওতে দেখা গেছে, কমলা হ্যারিসের মুখ সহ কিছু ব্যানার হিন্দু দেবতাদের মূর্তির পাশে রাখা হয়েছে। সেখানে পুরোহিতেরা মূর্তিগুলোর সামনে প্রার্থনা করছেন এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন।

ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনীত হওয়ার পর অনেক ভারতীয় আমেরিকান উজ্জীবিত হয়েছিলেন। এমনকি কমলার বিজয় নিশ্চিত করার জন্য ভারতীয়রা নানাভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক’ ধনিক শ্রেণির উত্থান হচ্ছে, বিদায়ী ভাষণে বাইডেনের সতর্কবার্তা

সেকশন