Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

দাবানল থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিল দ্বীপ শহরের বাসিন্দারা

অনলাইন ডেস্ক

দাবানল থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিল দ্বীপ শহরের বাসিন্দারা

তীব্র দাবানলে জ্বলছে হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশ। এর মধ্যে চারদিকে সমুদ্র বেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

বুধবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাওয়াইয়ের দাবানলকে কেয়ামতের সঙ্গে তুলনা করছে স্থানীয় গণমাধ্যমগুলো। এই দাবানলে লাহাইনা শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁদের অনেকেই সমুদ্রে অবস্থান করছেন। 

শহরটির বিদ্যুৎ ব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে। 

বিবিসি জানিয়েছে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত সাতটি দাবানলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউই অংশের লাহাইনা অঞ্চলও পুড়ছে। শহরটিতে প্রায় ১৩ হাজার মানুষ বসবাস করেন। 

মার্কিন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। 

বর্তমানে লাহাইনা শহরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—শহরটির রাস্তা-ঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়ি-ঘর ও দোকান-পাট দাউ দাউ করে জ্বলছে। 

ডিকার নামে শহরটির এক বাসিন্দা জানান, দাবানলের কারণে অসংখ্য মানুষ মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে গেছেন। 

ডাস্টিন কালেইপো নামে একজন বলেন, ‘আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। আমাদের চার্চ, স্কুল, আমাদের সব স্মৃতিচিহ্ন চোখের পলকে নাই হয়ে গেছে।’ 

জানা গেছে, হ্যারিকেন ডোরার প্রভাবে লাহাইনার দাবানল বিপজ্জনক এবং শক্তিশালী হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে