হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে ৯ জনের মৃত্যু, আহত ২৮ 

যুক্তরাষ্ট্রের তিনটি শহরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৪ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার রাত এবং রোববার সকালের পৃথক সময়ে ফিলাডেলফিয়া, টেনেসি এবং মিশিগান শহরে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলাডেলফিয়া পুলিশ জানিয়েছে শনিবার রাতে দুই লোকের মধ্যকার বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে বন্দুকযুদ্ধে গড়ায়। এ সময় একটি জনাকীর্ণ বারে গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১২ জন। শনিবার মধ্যরাতে টেনেসির শ্যাতানুগায় একটি বারে গোলাগুলির ঘটনা ঘটলে সেখানেও ৩ জনের মৃত্যু হয়। সেখানে আহত হন আরও ১৪ জন।

এদিকে, স্থানীয় সময় রোববার সকালে মিশিগানের সাগিনাউয়ে বন্দুকধারীদের গুলিতে ৩ জন মারা যান। এ সময় আহত হন আরও ২ জন। 

এসব ঘটনায়, পুলিশ এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। 

সাম্প্রতিক সময়ে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে সাধারণ নাগরিকদের প্রাণহানি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। দেশটির আইনপ্রণেতারা ব্যক্তিগত বন্দুক রাখার আইন নিয়ে দ্বিধাবিভক্ত অবস্থানে রয়েছেন। এক পক্ষ চায়, সাধারণ নাগরিকদের কাছে বন্দুক রাখার অধিকার অক্ষুণ্ন রাখা হোক, অপর পক্ষের দাবি এই অধিকার আরও সীমিত করতে হবে। 

বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন:

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি