Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে স্কুলছাত্র নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে গতকাল সোমবার একটি স্কুলের বাইরে বন্ধুধারীদের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। মার্কিন পুলিশ জানিয়েছে, আইওয়ার ইস্ট হাইস্কুলে দুপুরের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ কর্মকর্তারা দুপুর ২টা ৪৮ মিনিটে ওই স্কুলের সামনে পৌঁছায়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। 

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আহত দুই শিক্ষার্থীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। 

পুলিশ বিভাগের পাবলিক ইনফরমেশন অফিসার সার্জেন্ট পল পারিজেক বলেন, শিক্ষার্থীরা স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল। একটি গাড়ি তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতর থেকে গুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে। 

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন অভিযুক্তদের ইতিমধ্যে আটক করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি।

বেবি পাউডারে ক্যানসারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা

অভিবাসী ধরতে সেনা মোতায়েনের বিরোধিতা, বিদ্রোহ দমন আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

যে কৌশলে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমান সংস্থা

অস্বাভাবিক আচরণ করছে পাখিরা—বিজ্ঞানীদের সতর্কতা

স্ত্রীকে নিয়ে অজানার পথে র‍্যামসডেল, জানেনই না নোবেল পেয়েছেন

চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র, ৭৫০ বিলিয়ন ডলারের প্রকল্প

‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলেন থুনবার্গ

মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতায় দুই বছরে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৪ বিলিয়ন ডলার, ইসরায়েলই পেয়েছে ২১ বিলিয়ন

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, ওর ডাক্তার দেখানো দরকার: ট্রাম্প

শুল্কের ক্ষমতা আছে বলেই শান্তি প্রতিষ্ঠা করতে পারছি: ট্রাম্প