Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে শক্তিশালী টর্নেডো, শতাধিক প্রাণহানির আশঙ্কা 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে শক্তিশালী টর্নেডো, শতাধিক প্রাণহানির আশঙ্কা 

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোয় কমপক্ষে ১০০ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানকার কর্মকর্তারা স্থানীয় সময় শনিবার এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ মাইল এলাকাজুড়ে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে পড়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের একটি মোমবাতির কারখানা ও একাধিক পুলিশ স্টেশন টর্নেডো ও অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে। ইলিনয়ে আমাজনের গুদামঘর বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ছয় কর্মী। 

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোআবহাওয়াবিদরা বলছেন, শীতের মাসগুলোয় এ ধরনের শক্তিশালী টর্নেডো অস্বাভাবিক। 

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, রাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ টর্নেডোর ঘটনা। মেফিল্ডের মোমবাতির কারখানা থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই কারখানার ভেতরে ১১০ জন ছিল। ভেতরে যারা আছেন তাঁদের জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। 

টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতিসংবাদ সম্মেলনে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ‘আমার জীবনে এমন বিপর্যয় কখনো দেখিনি। এই ব্যথা ভাষায় প্রকাশের মতো নয়। কেনটাকিতে সম্ভবত ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।’ 

উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের ১৮৯ জন সদস্য মোতায়েন করার কথা জানিয়েছেন বেশিয়ার। বিশেষ করে মেফিল্ডের বেশির ভাগ এলাকাজুড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এই শহরে ১০ হাজার মানুষের বসবাস।

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে