Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কানাডায় খালিস্তান আন্দোলনে জড়িত আরেক শিখ নেতা খুন 

অনলাইন ডেস্ক

কানাডায় খালিস্তান আন্দোলনে জড়িত আরেক শিখ নেতা খুন 

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যা নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যে আরেকজন খুন হয়েছেন। তিনিও খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। গতকাল বুধবার রাতে কানাডার উইনিপেগ শহরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষে তিনি নিহত হন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সুখদুল সিং ওরফে সুখা দুনেকে একজন গ্যাংস্টার। তিনি সন্ত্রাসী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৭ সালে পাঞ্জাবের মোগা শহর থেকে জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে গিয়েছিলেন তিনি।

গতকালই খালিস্তান আন্দোলন ও কানাডার সঙ্গে যুক্ত ৪৩ গ্যাংস্টারের যে তালিকা ভারতের সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর প্রকাশ করেছে, তাতে সুখদুল সিংকেও রাখা হয়েছে।

কানাডার নাগরিক হরদীপ সিং নিজারের হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্ট জড়িত বলে গত সোমবার কানাডার পার্লামেন্টে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের পর ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। ট্রুডোর এই অভিযোগের পর অটোয়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে।

গতকাল ভারত কানাডায় তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানায়, কানাডায় যেসব ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। কারণ, তাঁরা সেখানে রাজনৈতিক বিদ্বেষপ্রসূত অপরাধ এবং সহিংসতার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সহিংসতার ঘটনা ঘটেছে, এমন অঞ্চল ও এলাকাগুলোতে ভ্রমণ না করতে ভারতীয়দের পরামর্শ দেওয়া হয়।

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ আজই, নিশ্চিত করলেন ট্রাম্প

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার