হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ঢল

ইউক্রেনে যুদ্ধাবস্থার কারণে লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে। সম্প্রতি সবচেয়ে বেশি শরণার্থী দেখা গেছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে। বার্তা সংস্থা রয়টার্স আজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় মার্কিন আশ্রয়ের আশায় শত শত ইউক্রেনীয় তাঁবু টানিয়ে ক্যাম্পিং করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলেছিল, ইউক্রেন যুদ্ধ থেকে পালিয়ে আসা ১ লাখ শরণার্থীকে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। এই ঘোষণার কয়েক দিন পর থেকেই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ঢল নেমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবেশের আন্তর্জাতিক বন্দর সান ইসিদ্রোর কাছে শত শত ইউক্রেনীয় শরণার্থী ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন। কেউ ঘাসের ওপরেই কম্বল বিছিয়ে শুয়ে পড়েছেন, কেউ চেয়ার নিয়ে বসে আছেন, কেউ তাঁবু টানিয়ে তার নিচে ঘুমোচ্ছেন। তাঁরা এই আশায় আছেন যে যুক্তরাষ্ট্র তাঁদের খুব শিগগিরই গ্রহণ করবে।

আগে থেকেই যুক্তরাষ্ট্রে থাকা কয়েকজন ইউক্রেনীয় স্বেচ্ছাসেবক ইতিমধ্যে মেক্সিকোর তিজুয়ানা শহরে গেছেন এবং শরণার্থীদের নজরদারিতে রাখার জন্য হাতে লিখে শরণার্থীদের নামের তালিকা করছেন।

স্বেচ্ছাসেবকদের তালিকার বরাত দিয়ে তিজুয়ানার অভিবাসন-বিষয়ক পরিচালক এনরিক লুসেরো বলেছেন, ‘প্রায় ৬০০ ইউক্রেনের নাগরিক সীমান্তের কাছে ক্যাম্পিং করছে। এ ছাড়া আরও পাঁচ শতাধিক শরণার্থী সীমান্তের কাছাকাছি আবাসিক হোটেলগুলোতে অবস্থান করছে। শরণার্থীদের অন্তত ৪০ ভাগই শিশু।’

লুসেরো আরও বলেন, ‘প্রতিদিন প্রায় ১০০ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে, মার্চ মাসে কতজন ইউক্রেনীয় শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তার সংখ্যা আগামী সপ্তাহে পাওয়া যাবে।’ 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি