অনলাইন ডেস্ক
সুপারশপ তো বটেই রাস্তার পাশে ফুটপাতেও আমরা চাইলেই একটি কলা কিনতে পারি। এর জন্য পকেটে অন্তত ১০ টাকা থাকা প্রয়োজন। কিন্তু সেই একই কলা, শুধু দেওয়ালের মধ্যে একটি টেপ দিয়ে আটকানো—এর দাম নাকি ১০ লাখ ডলার ছাড়িয়ে যাবে!
রোববার অ্যাসোসিয়েট প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, কথিত সেই কলাটি খুব শিগগিরই নিউইয়র্কের সোথোবিতে ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী যার মূল্য ১২ কোটি টাকা ছাড়িয়ে যাবে। দেওয়ালে টেপ দিয়ে আটকানো নেহাত একটি কলা হলেও এটি আসলে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ শিরোনামের একটি কাজ।
২০১৯ সালে মিয়ামি বিচের আর্ট বাসেল মেলায় প্রথম এই শিল্পের আত্মপ্রকাশ ঘটেছিল। সেই সময়ই এটি বিপুল আলোচনার খোরাক হয়ে যায়। এই আলোচনা সেবার আরও তুঙ্গে ওঠে যখন মেলায় অংশ নেওয়া পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা কলাটি দেয়াল থেকে হাতে নিয়ে খেয়ে ফেলেন। বিষয়টি নিয়ে পরে ব্যাপক সমালোচনার মুখে দাতুন জানান, এটিও ছিল তাঁর একটি পারফরম্যান্স আর্ট।
যা-হোক, সেবার ব্যাকআপ হিসেবে আনা আরেকটি কলা একইরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এই কলাকে কেন্দ্র করে পরে সেলফি তোলার মহোৎসব শুরু হয়েছিল। সেলফি সন্ধানীদের ভিড়ে পরিস্থিতি শেষ পর্যন্ত এমন পর্যায়ে যায় যে, মেলাটির শো বন্ধ করে দেওয়া হয়। তবে বিশেষ এই শিল্পটি সেবার ঠিকই বিক্রি হয়ে গিয়েছিল ১ লাখ ২০ হাজার ডলারে।
আগামী বুধবার (২০ নভেম্বর) সোথোবির নিলামে এই কলাটি ১০ থেকে ১৫ লাখ ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিলাম সংস্থাটির সমসাময়িক শিল্পের প্রধান ডেভিড গ্যালপেরিন পুরো বিষয়টিকে গভীর এবং উত্তেজক হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ক্যাটেলান আসলে যা করছেন, তা হলো—সমসাময়িক শিল্প জগতের দিকে একটি আয়না ধরে আমরা কীভাবে শিল্পকর্মকে মূল্যায়ন করি সেই বিষয়ে প্রশ্ন উত্থাপন করছেন। একটি শিল্পকর্ম হিসাবে আমরা কী সংজ্ঞায়িত করি সে সম্পর্কে চিন্তাকে উসকে দেয় তাঁর কাজ।’
সোথোবি নিলাম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে—মিয়ামিতে যে কলা দেখানো হয়েছিল সেই একই কলা পাবেন না এবারের দরদাতারা। কারণ সেই কলা অনেক আগেই কেউ না কেউ খেয়ে ফেলেছে। কিংবা খেয়ে না থাকলে পচে গলে গেছে। কলা পচনশীল হওয়ায় শিল্পটি ধরে রাখার জন্য অবশ্যই কলাটি সময়ে সময়ে বদলে দেওয়ার প্রয়োজন রয়েছে। তাই যিনি এই শিল্পটি এবার কিনে নেবেন তাঁকে বেশ কয়েকটি কলা এবং একটি টেপের রোল দেওয়া হবে।
তবে ‘কমেডিয়ান’ নামের এই শিল্পটি কেনার অর্থ এই নয় যে, আপনি শুধু একটি নিয়ত পচনশীল কলা কিনছেন। বরং এটি কেনার মধ্য দিয়ে আপনি একটি শংসাপত্র পাবেন। এই শংসাপত্রই পরবর্তী যে কোনো সময়ে আপনাকে নিজস্ব উদ্যোগে শিল্পটি আবারও তৈরি এবং প্রদর্শনের সুযোগ দেবে। নিঃসন্দেহে সময়ের ব্যবধানে এই শিল্পের দাম বাড়বে বৈকি কমবে না।
সোথোবির সমসাময়িক শিল্পের প্রধান ডেভিড গ্যালপেরিন বলেছেন—শিল্পী ক্যাটেলানকে প্রায় সময়ই একজন ‘চালবাজ শিল্পী’ হিসেবে মনে করা হয়। কিন্তু তার কাজ আসলে মানুষের হাস্যরস এবং গভীর ক্ষোভের সংযোগস্থলে থাকে। তিনি প্রায়শই আমাদের উসকানি দেওয়ার উপায়গুলো দেখেন, কেবল উসকানির জন্য নয়, বরং আমাদেরকে ইতিহাসের এবং নিজেদের সম্পর্কে কিছু অন্ধকার অংশের দিকে নজর দিতে বলেন।
কলার একটি অন্ধকার দিক আছে। এটি সাম্রাজ্যবাদ, শ্রম শোষণ এবং করপোরেট ক্ষমতার সঙ্গে জড়িত ইতিহাস সহ একটি ফল।