অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে শনাক্ত হলো করোনার নতুন ধরন ওমিক্রন। ক্যালিফোর্নিয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তির দেহে ওমিক্রন পাওয়া গেছে বলে মার্কিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রন শনাক্ত হওয়া ওই রোগীর মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে। ওই ব্যক্তি গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে আসেন। তাঁর সংস্পর্শে আসা সবার মধ্যেই করোনা পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্থনি ফাউচি জানিয়েছেন, ২৯ নভেম্বর ওই রোগীর দেহে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়। যাদের বুস্টার ডোজ নেওয়া নেই, ওমিক্রনের সামান্য প্রভাব ঘটছে তাদের শরীরে।
তিনি বলেন, আমাদের ভালো লাগছে এই শুনে যে, ওই রোগীর শুধুমাত্র মৃদু উপসর্গই ছিল।
ওমিক্রন ধরন নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে আবার দেশের বাইরে যাতায়াতে কড়াকড়ি শুরু হয়েছে। নতুন এই ধরনটির সংক্রমণ ঠেকাতে করোনার পরীক্ষা এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের কোয়ারেন্টিনের ওপর জোর দেওয়া হবে বলে মার্কিন সিডিসির পক্ষ থেকে জানানো হয়েছে।