হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্র কেন মার্চে মাত্র ১২ জন ইউক্রেনীয় শরণার্থীকে গ্রহণ করেছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে বলেছিলেন, ইউক্রেন থেকে আসা অন্তত ১ লাখ শরণার্থী গ্রহণ করবে যুক্তরাষ্ট্র। এ জন্য ভিসা প্রক্রিয়াকরণ দ্রুত করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। কিন্তু গত মাসে হাজার হাজার ইউক্রেনীয় শরণার্থী মেক্সিকো সীমান্তে জড়ো হলেও মাত্র ১২ জন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

জাতিসংঘ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর ৪০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে বড় শরণার্থী সংকটের মধ্যে পড়েছে। 

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এবং উদ্বাস্তু আইনজীবীরা মার্কিন প্রেসিডেন্টকে চাপ দেন ইউক্রেনীয় শরণার্থীদের গ্রহণ করতে। প্রেসিডেন্ট জো বাইডেন তখন ১ লাখ শরণার্থী গ্রহণ করার ঘোষণা দেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে, যুদ্ধ শুরুর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ৫১৪ জন ইউক্রেনীয় শরণার্থীকে গ্রহণ করেছিল। অথচ মার্চ মাসে যুদ্ধের তীব্রতা বেড়ে গেলে এবং শরণার্থীর সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেলেও যুক্তরাষ্ট্র মাত্র ১২ জন ইউক্রেনীয় শরণার্থী গ্রহণ করেছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, ‘রুশ আগ্রাসনের তীব্রতার কারণে রাজধারী কিয়েভে আমাদের শরণার্থী কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে আমরা মলদোভার চিসিনাউতে একটি অফিসের মাধ্যমে শরণার্থী গ্রহণ প্রক্রিয়া চালু রেখেছি।’ 

শরণার্থী প্রক্রিয়ার সঙ্গে জড়িত একজন রয়টার্সকে জানিয়েছেন, ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য মার্চ মাসে অনেক শরণার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ার কারণে শরণার্থী স্থানান্তর প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে। 

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও আইনজীবীরা ইউক্রেনীয় শরণার্থীদের আবেদন প্রক্রিয়া দ্রুততর করার জন্য বাইডেন প্রশাসনকে অনুরোধ করেছেন। 

রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বছর বিভিন্ন দেশের ১ লাখ ২৫ হাজার শরণার্থী গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। তবে করোনা মহামারির কারণে শরণার্থী গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি