Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউসিএলএতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলার তিন সপ্তাহ পর প্রথম গ্রেপ্তার

ইউসিএলএতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলার তিন সপ্তাহ পর প্রথম গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় (ইউসিএলএ) ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনার তিন সপ্তাহ পর সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজে বিক্ষোভকারীদের ওপর কাঠের খুঁটি দিয়ে সেই সন্দেহভাজনকে আক্রমণ করতে দেখা গেছে বলে দাবি করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ইউসিএলএ পুলিশ বিভাগ গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছে যে, সন্দেহভাজন ব্যক্তির নাম এডান অন। তাঁর বয়স ১৮ বছর। এডানকে গত বৃহস্পতিবার বেভারলি হিলস শহরে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণের সন্দেহে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ বলছে, এডান ইউসিএলএর সঙ্গে যুক্ত কেউ নন। স্থানীয় গণমাধ্যমে এসেছে, তিনি বেভারলি হিলস হাইস্কুলের ছাত্র।

গত ৩০ এপ্রিল রাতে ইউসিএলএ ক্যাম্পাসে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের তাঁবু ভেঙে তাদের ওপর হামলা করে একদল মুখোশধারী ইসরায়েলপন্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ এই হামলাকারীদের উসকানিদাতা বলে আখ্যা দেয়। শত শত ইসরায়েলপন্থী আক্রমণকারী ইউসিএলএতে বিক্ষোভকারী ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের একটি ক্যাম্পে হামলা চালায়। আক্রমণকারীরা অস্থায়ী ব্যারিকেড ভেদ করার চেষ্টা করার সময় ক্যাম্পে আতশবাজি ও ককটেল ছোড়ে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ধাতব ব্যারিকেড ভেঙে ফেলা হচ্ছে। অন্ধকারে একে অপরের দিকে আতশবাজি বা কিছু বিস্ফোরক বস্তু নিক্ষেপ করতে দেখা গেছে। পিপার স্প্রে ব্যবহার করেছে হামলাকারীরা। বেশ কয়েকজন আহত হন সেই রাতে।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগে ১ মে ভোর পর্যন্ত অন্তত তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। পরের রাতে পুলিশ জোরপূর্বক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তাঁবু ভেঙে দেয় এবং ২১০ জনকে গ্রেপ্তার করে।

ইউসিএলএ ক্যাম্পাসে এই সংঘর্ষে পুলিশের প্রতিক্রিয়া ব্যাপক ধীর এবং দুর্বল ছিল বলে সমালোচিত হয়েছে। ফিলিস্তিনিপন্থীদের ওপর হামলার একদিন পরে পুলিশ এসে বিক্ষোভকারীদেরই গ্রেপ্তার করেছিল।

বিক্ষোভকারীদের ওপর ৩০ এপ্রিলের হামলার দায় নেয়নি কোনো গোষ্ঠী। তবে ইহুদি শিক্ষার্থীদের সংগঠন হিলেলের ইউসিএলএ শাখা এক বিবৃতিতে বলেছে যে, হামলাকারীরা ক্যাম্পাসের বাইরের ইহুদি সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত।

বেবি পাউডারে ক্যানসারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা

অভিবাসী ধরতে সেনা মোতায়েনের বিরোধিতা, বিদ্রোহ দমন আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

যে কৌশলে ছোট থেকে বড় হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি বিমান সংস্থা

অস্বাভাবিক আচরণ করছে পাখিরা—বিজ্ঞানীদের সতর্কতা

স্ত্রীকে নিয়ে অজানার পথে র‍্যামসডেল, জানেনই না নোবেল পেয়েছেন

চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে যুক্তরাষ্ট্র, ৭৫০ বিলিয়ন ডলারের প্রকল্প

‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলেন থুনবার্গ

মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতায় দুই বছরে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৪ বিলিয়ন ডলার, ইসরায়েলই পেয়েছে ২১ বিলিয়ন

গ্রেটা থুনবার্গ ‘ঝামেলাবাজ’, ওর ডাক্তার দেখানো দরকার: ট্রাম্প

শুল্কের ক্ষমতা আছে বলেই শান্তি প্রতিষ্ঠা করতে পারছি: ট্রাম্প