হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টেক্সাসে পরিত্যক্ত লরি থেকে ৪৬ মৃতদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিও শহরের একটি পরিত্যক্ত লরি থেকে অন্তত ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা সবাই অভিবাসী। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ‘মৃতদেহ ছাড়াও অন্তত ১৬ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হিট স্ট্রোক ও গরমজনিত ক্লান্তিতে ভুগছিলেন।’ 

সান আন্তোনিও শহরটি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরের একটি শহর। মানব পাচারকারীরা এই শহরকে মানুষ পাচারের জন্য প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে। 

সান আন্তোনিও ফায়ার সার্ভিসের প্রধান চার্লস হুড বলেছেন, ‘খবর পাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান এবং বহু মৃতদেহসহ একটি লরি খুঁজে পান। লরিতে কোনো শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না এবং ভেতরে পান করার মতো কোনো পানি ছিল না।’ 

স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএসএটি টিভি জানিয়েছে, গাড়িটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেললাইনের পাশে পাওয়া গেছে। সেখানে বিপুলসংখ্যক পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীকে দেখা গেছে। 

সান আন্তোনিওর পুলিশপ্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেছেন, ‘এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য ফেডারেল এজেন্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেছেন, ‘দেশটির কনসাল ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।’ 

টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবট মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘মার্কিন সরকারের উন্মুক্ত সীমান্তনীতির মারাত্মক ফলাফল এটি।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সান আন্তোনিওতে প্রচণ্ড গরম পড়েছে। স্থানীয় সময় সোমবার সেখানে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস উচ্চতায় পৌঁছেছিল।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি