অনলাইন ডেস্ক
অবশেষে ঊনবিংশ ও বিংশ শতকে কানাডার বিতর্কিত আবাসিক স্কুলে নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সেখানকার ধর্মযাজকেরা।
গত শুক্রবার কানাডিয়ান কনফারেন্স অব ক্যাথলিক নামক যাজকদের একটি সংস্থা এসব ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে। পরিচালনাকারী অনেকে জড়িত ছিলেন বলেও স্বীকার করেন তাঁরা।
১৮৩১ থেকে ১৯৯৬ পর্যন্ত আবাসিক স্কুলে আদিবাসী শিশুদের শিক্ষিত করার নামে নির্যাতন করা হতো। কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একের পর এক গণকবর খুঁজে পাওয়ার পর থেকেই সমালোচিত হচ্ছে এই শিক্ষাব্যবস্থা এবং যাজকেরা। এক হাজারের বেশি কবর পাওয়া যায়।