অনলাইন ডেস্ক
সম্প্রতি ভারতে সফর করার কথা ছিল মহাকাশ সংস্থা স্পেসেক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্কের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করার কথাও ছিল তাঁর। ভারতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন মাস্ক, এই আলোচনাও শোনা যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করে চীনে হাজির হন এ প্রযুক্তি বিলিয়নিয়ার।
ভারতের বদলে চীনকে বেছে নেওয়ার বিষয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং লেখক বিবেক ওয়াধাওয়া জানিয়েছেন, তিনি অনেক আগেই ইলন মাস্ককে চীনের বিষয়ে সতর্ক করেছিলেন।
গতকাল সোমবার এক্স হ্যান্ডলে বিবেক বলেন, চীনারা অন্ধ বানিয়ে লুট করবে—এমন হুঁশিয়ারি বার্তা তিনি মাস্ককে অনেক আগেই দিয়েছিলেন। সিদ্ধান্ত পরিবর্তন করে মাস্ককে ভারতে উৎপাদন নিয়ে ভাবার পরামর্শও দিয়েছিলেন তিনি।
মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সেন্টার ফর রাশিয়া ইউরোপ এশিয়া স্টাডিজের পরিচালক টেরিসা ফ্যালনের একটি বক্তব্য শেয়ার করে ওই সতর্কতার কথা জানান বিবেক।
ফ্যালনের বক্তব্য শেয়ার করে বিবেক লিখেছেন, ‘চীনে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বেন ইলন। কয়েক বছর আগেই আমি তাঁকে (ইলন মাস্ক) ই–মেইলে চীনের ঝুঁকি নিয়ে বলেছিলাম। তাঁকে সতর্ক করেছিলাম এই বলে যে, চীনারা তাঁকে অন্ধ বানিয়ে সব লুট করবে। এর বদলে ভারতে উৎপাদন নিয়ে ভাবার কথাও তাঁকে বিবেচনা করতে বলেছিলাম।’
বিবেক ওয়াধাওয়া যে পোস্টটি শেয়ার করেছেন সেই পোস্টটি গত ১২ মে এক্সে পোস্ট করেছিলেন টেরিসা ফ্যালন। মার্কিন গাড়ি নির্মাতারা চীনে ব্যর্থ হচ্ছেন এমন একটি ইউটিউব ভিডিওর লিংক দিয়ে মার্কিন এবং ইউরোপীয় উদ্যোক্তাদের সতর্ক করেছিলেন টেরিসা।
গত এপ্রিলে প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক ভারত সফরের বিষয়ে শেষ মুহূর্তে বলেছিলেন, তিনি টেসলার গুরুত্বপূর্ণ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের এই সময়ে ভারতে যাবেন না। তবে বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের শেষদিকে ভারতে সফর করার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছিলেন।