হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সিরিয়ায় নতুন করে তুরস্কের সেনা অভিযান, তীব্র বিরোধিতা যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্কের এই অভিযানের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল বুধবার সিরিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এ ছাড়া গত ১৩ নভেম্বরে ইস্তাম্বুলে হামলার জন্য লয়েড অস্টিন শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, উত্তর সিরিয়ায় তুরস্কের সাম্প্রতিক বিমান হামলা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, জঙ্গিগোষ্ঠী আইএসআইসকে হটাতে স্থানীয় সিরীয়দের সঙ্গে কাজ করছেন মার্কিন কর্মীরা। কিন্তু তুরস্কের সাম্প্রতিক হামলা ও অভিযান মার্কিন কর্মীদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে। 

রয়টার্স বলেছে, এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন লয়েড অস্টিন এবং তুর্কি সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেছেন তিনি। 

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফোনালাপের সময় তিনি সিরিয়ায় তুর্কি সেনাদের নতুন অভিযান শুরুর ব্যাপারে তীব্র বিরোধিতা করেছেন। 

গত ১৩ নভেম্বরে ইস্তাম্বুলে বোমা হামলা হয়েছে। এ হামলার জন্য সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে অভিযুক্ত করে সিরিয়া ও ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলগুলোতে বিমান হামলা শুরু করেছে তুরস্ক। এসব হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে টেলিফোন করেন। 

২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক। 

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি