Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

স্পিকার ম্যাককার্থিকে পদচ্যুত করতে তাঁর দলের কংগ্রেসম্যানের অনাস্থা প্রস্তাব

অনলাইন ডেস্ক

স্পিকার ম্যাককার্থিকে পদচ্যুত করতে তাঁর দলের কংগ্রেসম্যানের অনাস্থা প্রস্তাব

কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করিয়েছেন স্পিকার কেভিন ম্যাককার্থি। এবার ম্যাককার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন তাঁরই দলের কংগ্রেসম্যান ম্যাট গেটজ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ম্যাট গেটজ ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান। তিনি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে ম্যাককার্থিকে পদচ্যুত করার প্রস্তাব আনেন। নিয়ম অনুসারে, আগামী দুই দিনের মধ্যে হাউসে এই প্রস্তাব ভোটাভুটির জন্য উত্থাপন করতে হবে। 

স্পিকার কেভিন ম্যাককার্থি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, বিষয়টি সামনে আনুন।’ মূলত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সরকারের ব্যয় নির্বাহের জন্য স্টপগ্যাপ বিল পাস করানোর কারণেই ম্যাককার্থির ওপর ক্ষিপ্ত কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। ম্যাট গেটজ তাঁদেরই একজন। 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্পিকারই অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত হননি। তবে তার পরও ম্যাককার্থিকে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া লাগতে পারে। 

যুক্তরাষ্ট্রে ক্ষমতার ক্রমানুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরপরই স্পিকারের অবস্থান। তিনিই কংগ্রেসের এজেন্ডা ঠিক করেন, বিভিন্ন কংগ্রেস কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এমনকি প্রেসিডেন্টের এজেন্ডা নির্ধারণ বা বাতিলও করার ক্ষমতা রাখেন। 
 
এর আগে ১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হন কেভিন ম্যাককার্থি। সে সময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তাঁর বিরোধিতা করেছিলেন, তাঁদের মধ্যে ম্যাট গেটজ একজন। সে সময় ম্যাট গেটজ ১৫ বারই ম্যাককার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।

অজানা অনেক কথায় ২০ বছর পর নীরবতা ভাঙলেন মাইকেল কন্যা প্যারিস

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র

অস্তিত্ব টিকিয়ে রাখতে নাগরিকত্ব বিক্রি করছে ছোট্ট এক দ্বীপদেশ

ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে ডব্লিউটিওতে কানাডার অভিযোগ

বিশ্বের অর্ধেক কার্বন ডাই-অক্সাইডের জন্য দায়ী মাত্র ৩৬টি জ্বালানি কোম্পানি

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান