হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে ব্যাখ্যা দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথম ভাষণে নিজের অবস্থান তুলে ধরেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য এই নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এ ছাড়া আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে কেন চান, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সংক্ষিপ্ত ভাষণে বাইডেন যেমন প্রেসিডেন্ট হিসেবে নিজের সাফল্যের কথা বলেছেন, তেমনি কমলা হ্যারিসেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ। কমলা আমার অসাধারণ সহযোগী। তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা।’ 

বাইডেন আরও বলেন, ‘আগামী নভেম্বরে মার্কিন ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর আগে তাঁদের গণতন্ত্রের বিপদের কথাটা জানিয়ে দেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, এখানে রাজা বা একনায়কেরা কখনো শাসন করেননি। মানুষ করেছেন। মানুষই ইতিহাস লিখবেন। শুধু মনে রাখবেন, গণতন্ত্রকে বাঁচাতে হবে।’ 

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বাইডেন বলেন, ‘ভোটাররাই ঠিক করবেন, তাঁরা আগে যাবেন নাকি পিছিয়ে যাবেন। তাঁরা আশার দিকে যাবেন, নাকি ঘৃণাকে বেছে নেবেন। আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি।’ 

বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে বাকি সময়টা আমি কাজ করে যাব। যারা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে, সেই কঠোর পরিশ্রমী পরিবারগুলোর আর্থিক বোঝা কমানোর চেষ্টা করব। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর কোনো আঘাত আসতে দেব না।’

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ঘোষণা

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

সেকশন