অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে স্বল্প পরিচিত একটি বায়োটিক ফার্মের তৈরি ওজন কমানোর ওষুধ প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। এই খবর চাউর হতে না হতেই গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওই কোম্পানিটির শেয়ারের মূল্য এক লাফে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। শুধু তাই নয়, রাতারাতি ওই কোম্পানির বাজারমূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রাকচার থেরাপিউটিক্স নামে ওই কোম্পানিটি গত ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করেছিল। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের তৈরি ওজন কমানোর একটি পিল-এর কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে ২৪ জন অংশগ্রহণ করেছিলেন। প্রতিদিন একটি করে পিল সেবন করতেন তাঁরা। এভাবে এক মাস পার হওয়ার পর দেখা গেছে, অংশগ্রহণকারী সবার ওজন পাঁচ শতাংশ পর্যন্ত কমে গেছে।
সবচেয়ে বড় বিষয় হলো-পিলটি সেবন করার ফলে অংশগ্রহণকারীদের কারও মধ্যেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে পরীক্ষণের মাঝপথে কেউ ছিটকে পড়েননি। প্রাপ্ত ফলাফলকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে আখ্যায়িত করেছে কোম্পানিটি।
ওষুধটির ফল ইতিবাচক হওয়ার খবরে কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের উন্মাদনা দেখেই বোঝা যায়, মানুষের মধ্যে ওজন কমানোর প্রবণতা বাড়ছে। এই বিষয়টিকে মাথায় রেখেই অনেক বিনিয়োগকারী ওষুধটির চূড়ান্ত কার্যকারিতা প্রকাশের আগেই বড় বাজি ধরতে শুরু করেছেন।
সাম্প্রতিক সময়ে ওজেমপিক (Ozempic), উইগোভি (Wegovy) এবং মাউনজারোর (Mounjaro) মতো ওজন কমার ওষুধগুলোর চাহিদা দেখে বিশ্লেষকেরা ধারণা করছেন, অদূর ভবিষ্যতে ওষুধ শিল্পে এই বিভাগটি সবচেয়ে বড় আকার ধারণ করতে পারে।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাফল্য পাওয়া স্ট্রাকচার থেরাপিউটিক্স কোম্পানিটি মূলত যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো ভিত্তিক। ওজন কমাতে এই কোম্পানিটি একটি পিল তৈরির চেষ্টা করছে, যেখানে ওজন কমানোর অন্য সব ওষুধই শরীরে প্রতি সপ্তাহে ইনজেকশন আকারে নিতে হয়।