হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রক্ত চোষার জন্য অন্য কাউকে খুঁজে নিক ব্রিকস, ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ব্রিকসের জন্য ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দায়িত্ব নেওয়ার পর বিশ্ব দ্বিতীয় দফা শুল্ক যুদ্ধের মুখোমুখি হতে পারে। কারণ, এরই মধ্যে তিনি হুমকি দিয়েছেন ব্রিকস দেশগুলো যদি ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গ্রহণ করার চেষ্টা করে, তবে তাদের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ রোববার সকালে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে এই হুমকি দিয়েছেন। পাশাপাশি বলেছেন, ব্রিকস দেশগুলো রক্ত চোষার জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারে।

চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। ব্রিকসের সদস্য দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, যার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মিসর, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

অনলাইন পোস্টে ট্রাম্প বলেন, ব্রিকস দেশগুলো ডলার থেকে সরে যাওয়ার যে চেষ্টা করছে, তা তিনি চুপচাপ দেখে যেতে পারেন না। তিনি বলেন, ‘ব্রিকস দেশগুলো ডলার থেকে সরে যাবে আর আমরা চুপ করে থাকব—এ ধারণার দিন শেষ। আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন যে, তারা নতুন কোনো ব্রিকস মুদ্রা তৈরি করবে না বা অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের বিকল্প হিসেবে ব্যবহার করবে না।’

ব্রিকস দেশগুলোকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, ‘যদি তারা তা না করে, তাহলে ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে এবং যুক্তরাষ্ট্রের বিশাল অর্থনীতিতে প্রবেশের স্বপ্ন ভুলে যেতে হবে।’ এ সময় ট্রাম্প আরও বলেন, ‘ব্রিকস দেশগুলো রক্ত চোষার জন্য অন্য কাউকে খুঁজে নিতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারবে না এবং যে দেশই তা করার চেষ্টা করবে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের আশা ভুলে যাক।’

অক্টোবরে রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে নিজস্ব মুদ্রায় লেনদেন বাড়ানো এবং স্থানীয় মুদ্রাকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে ‘ব্রিকস ক্রস-বর্ডার পেমেন্ট ইনিশিয়েটিভ’ অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে ব্যাংকিং নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং স্থানীয় মুদ্রায় লেনদেনের সুবিধা নিশ্চিত করা নিয়ে একটি যৌথ ঘোষণা গৃহীত হয়।

তবে সম্মেলন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দেন যে, বেলজিয়ামভিত্তিক অনলাইন অর্থ লেনদেন ব্যবস্থা সুইফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে এখন পর্যন্ত কোনো বিকল্প তৈরি করা হয়নি। ভারতও ডলার ব্যবস্থার বাইরে যাওয়ার বিপক্ষে।

অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এটি ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক বা কৌশলগত নীতির অংশ নয়। তবে যখন বাণিজ্য অংশীদারেরা ডলার নেয় না বা বাণিজ্য নীতি নিয়ে সমস্যা হয়, তখন বিকল্প ব্যবস্থা খুঁজে দেখা হয়।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন