শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইন্দোনেশিয়ার বালিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, চীনের সঙ্গে ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। আলোচনায় তাইওয়ান ইস্যুসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের সম্পর্কে জটিলতা থাকলেও আলোচনা গঠনমূলক হয়েছে।’ তিনি জানান, বৈঠকে তাইওয়ান, হংকং, মানবাধিকার এবং ইউক্রেনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে চীনকে রাশিয়া থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে তাইওয়ানের প্রতি বেইজিংয়ের উসকানিমূলক বক্তব্য এবং কার্যকলাপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এ ছাড়া তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের বিষয়ে আলোচনা হয়েছে।’
উল্লেখ্য, বেইজিং তাইওয়ানকে নিজেদের প্রদেশ মনে করে। তবে তাইওয়ান নিজেদের সার্বভৌম রাষ্ট্র বলে দাবি করে। তাইওয়ানের সঙ্গে উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে চীন।