অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক মাস ধরে স্বামীর কফিতে ধীর ক্রিয়ার বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। অঙ্গরাজ্যের টাকসন এলাকার মেলোডি ফেলিকানো জনসন নামের ওই নারীর বিরুদ্ধে প্রথম শ্রেণির হত্যাচেষ্টায় অভিযোগ আমলে নিয়েছে আদালত।
যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আদালতের নথি অনুসারে, ওই নারীর স্বামী রবি জনসন জার্মানিতে থাকার সময় গত মার্চে প্রথম কফিতে কটূ স্বাদ লক্ষ্য করেন।
পুলিশ জানায়, জনসন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে কর্মরত। বিবাহ বিচ্ছেদের সময় এই দম্পতির মধ্য নিজেদের একমাত্র সন্তানের অভিভাকত্ব নিয়ে বিরোধ সৃষ্টি হয়। তখন আদালত শিশুকে দুজনের কাছেই থাকার সময় বেঁধে দেয়।
আদালতের নথিতে বলা হয়েছে, জনসন পুল টেস্টিং স্ট্রিপের মাধ্যমে কফিতে উচ্চমাত্রার ক্লোরিন আবিষ্কার করেছিলেন। এরপর থেকে কফি পানের ভান করে গেছেন। তিনি পুলিশের কাছে অভিযোগ দেওয়ার জন্য ডেভিস মন্থান এয়ার ফোর্স বেজে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন।
জনসন পুলিশের তদন্ত কর্মকর্তাদের বলেছিলেন, তিনি এই ষড়যন্ত্র ধরার জন্য একাধিক গোপন ক্যামেরা সেট করেছিলেন। ফুটেজে দেখা গেছে, তাঁর স্ত্রী কফিতে বিষ ঢেলে দিচ্ছেন। জনসন ফুটেজটি পুলিশের কাছে হস্তান্তরের পর তদন্ত শুরু হয়।
জনসন পুলিশকে আরও বলেন, কিছু সুবিধা আদায় করতে স্ত্রী তাঁকে হত্যা করতে চেয়েছিলেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই নারীকে পিমা কাউন্টি জেলে ২৫০ হাজার ডলারের বন্ডে আটক রাখা হয়েছে। প্রসিকিউটরেরা বিচারককে জানান, ফেলিকানোর পরিবার ফিলিপাইনে একটি বাড়ি কিনেছেন। তিনি সেখানে পালিয়ে যেতে পারেন। এরপর বিচারক তাঁকে আটক রাখার নির্দেশ দিয়েছেন।
মেলোডি জনসন গত শুক্রবার নির্দোষ দাবি করে আদালতে একটি আবেদন করেছেন। আদালতে পরবর্তী হাজিরার দিন ধার্য করা হয়েছে ৬ সেপ্টেম্বর।