হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানের তেল অবকাঠামোতে হামলার সম্ভাবনা মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: বাইডেন

ইরানের প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল তেহরানের জ্বালানি তেলের অবকাঠামোগুলোতে হামলা চালাতে চায়। আর বিষয়টি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইরানি হামলার জবাবে ইসরায়েল তার চির শত্রুকে এযাবতের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা দিতে চাইছে। এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল ইরানে তেল অবকাঠামোতে হামলা চালালে তিনি বিষয়টি সমর্থন করবেন কিনা। জবাবে বাইডেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।’ 

বাইডেনের এই মন্তব্যের প্রভাব পড়েছে বিশ্বের তেলের বাজারে। তাঁর মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েল যে, আজই ইরানে হামলা চালাবে না এই বিষয়ে বাইডেন বলেন, ‘আজই কোনো কিছু ঘটতে যাচ্ছে না।’ 

এর আগে, সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, ইসরায়েল প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। তবে এই বিষয়ে সায় নেই যুক্তরাষ্ট্রের। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বুধবার বলেছিলেন, এ বিষয়ে তাঁর সায় নেই। 

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য তার দেশের কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে এবং ইসরায়েল শিগগির তেহরানকে শক্তিমত্তা দেখাবে। তবে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে না যে, ইসরায়েল ইরানকে কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন–

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী