Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের জোলিয়েটে রোমিওর বন্দুক হামলায় নিহত ৭ 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের জোলিয়েটে রোমিওর বন্দুক হামলায় নিহত ৭ 

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারী সাত ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন। ইলিনয়ের জোলিয়েট শহরের রাস্তার ধারের দুটি বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই সাতজনকে হত্যা করা হয়। শহরটি শিকাগো থেকে মাত্র ৩৫ মাইল দূরে অবস্থিত। স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী অন্য একটি জায়গায় আরও একবার গুলি চালিয়েছেন। 

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে রোমিও ন্যান্সে নামে ২৩ বছরের এক তরুণকে শনাক্ত করেছে। গুলি করার আগে, রোমিও টয়োটা ক্যামরি মডেলের একটি গাড়ি চালাচ্ছিলেন। তবে নিহত সাতজনের বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি জুলিয়েট পুলিশ। 

স্থানীয় উইল কাউন্টির শেরিফের ডেপুটিরা গত রোববার এক জোড়া গুলির ঘটনায় জড়িত থাকার সন্দেহে রোমির গাড়িটি খুঁজতে গিয়ে একজন আহত ও একজন নিহতের সন্ধান পান। গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে পুলিশ ন্যান্সের সর্বশেষ বাড়িতে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। শেরিফের ডেপুটি চিফ ড্যান জ্যাঙ্গলেস জানান, ন্যান্সের বাড়িতে কাউকে না পেয়ে তাঁরা কাছাকাছি অপর একটি বাড়িতে যান। সেখানেই তাঁরা ওই দুই হতাহতকে দেখতে পান। 

ড্যান জ্যাঙ্গলেস আরও জানান, পরে তাঁরা রাস্তার ওপর পাশের বাড়িতে গিয়ে আরও পাঁচ ব্যক্তিকে মৃত অবস্থায় পান। এনবিসির শিকাগো প্রতিনিধি জানিয়েছেন, রাস্তার দুই পাশের দুটি বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছিল। এ বিষয়ে জোলিয়েটের পুলিশপ্রধান বিল ইভান্স বলেন, ‘ওয়েস্ট একরস রোডের ২২০০ নম্বর ব্লকের দুটি দৃশ্য আমার জীবনে দেখা সবচেয়ে অদ্ভুত দৃশ্য।’

তোমাদের ধনী বানিয়ে দেব—ট্রাম্পের প্রলোভনের কী জবাব দিল গ্রিনল্যান্ড

শান্তি আলোচনায় বসতে ইউক্রেন রাজি, জেলেনস্কির চিঠি পেয়েছেন ট্রাম্প

মার্কিন ব্ল্যাকরকের কাছে পানামা খালের শেয়ার বিক্রি করছে চীনা প্রতিষ্ঠান

বাইডেনের কারণেই আমেরিকার ডিমের বাজারে আগুন, আমি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

ফিলিস্তিনপন্থী বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

খনিজ চুক্তি স্বাক্ষরে ফের তোড়জোড় যুক্তরাষ্ট্র-ইউক্রেনের

অভিনেতা জিন হ্যাকম্যান দম্পতির মৃত্যুতে প্রতিবেশীদের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধের ‘শেষ দেখে ছাড়বে’ চীন

যুক্তরাষ্ট্রের সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো ভেড়ার চারণভূমি, উল্টো টাকা পাচ্ছেন কৃষকেরা

রেসলিং কোম্পানি ডব্লিউডব্লিউইর সিইও লিন্ডা এখন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী