অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিন কিশোর নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে হওয়া এই ভয়াবহতম বন্দুক হামলায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।
ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়, ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলা চালায়। এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছরের একজন কিশোর ও ১৪ এবং ১৭ বছর বয়সী কিশোরী রয়েছেন। স্কুলটি ডেট্রয়েটের ৪০ মাইল উত্তরের একটি শহরে অবস্থিত।
শেরিফ অফিসের পক্ষ থেকে আরও বলা হয়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুজনের অস্ত্রোপচার করা হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে।
ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সাংবাদিকদের বলেন, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
মার্কিন ইতিহাসে স্কুলে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে ২০০৭ সালে। ভার্জিনিয়ায় চালানো ওই হামলায় হামলাকারীসহ ৩৩ জন নিহত হন।