হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে স্কুলে ‘ভয়াবহতম’ বন্দুক হামলা, নিহত ৩ 

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে তিন কিশোর নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে হওয়া এই ভয়াবহতম বন্দুক হামলায় আহত হয়েছেন আরও আটজন। স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে।

ওকল্যান্ড কাউন্টি শেরিফ অফিসের পক্ষ থেকে জানানো হয়, ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড উচ্চ বিদ্যালয়ে বন্দুক হামলা চালায়। এক শিক্ষকসহ আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছরের একজন কিশোর ও ১৪ এবং ১৭ বছর বয়সী কিশোরী রয়েছেন। স্কুলটি ডেট্রয়েটের ৪০ মাইল উত্তরের একটি শহরে অবস্থিত।

শেরিফ অফিসের পক্ষ থেকে আরও বলা হয়,  আহতদের মধ্যে ছয়জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুজনের অস্ত্রোপচার করা হয়েছে। হামলাকারীকে আটক করা হয়েছে।

ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব সাংবাদিকদের বলেন, এটা খুবই দুঃখজনক পরিস্থিতি। ঘটনাস্থলে পুলিশ আসার পাঁচ মিনিটের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মার্কিন ইতিহাসে স্কুলে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে ২০০৭ সালে। ভার্জিনিয়ায় চালানো ওই হামলায় হামলাকারীসহ ৩৩ জন নিহত হন।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি