Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র-কানাডা, ১৯ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্র-কানাডা, ১৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকাজুড়ে তুষারঝড় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কানাডার কুইবেক পর্যন্ত দুই হাজার মাইলজুড়ে এ ঝড় হয়েছে। বড় দিনের আগে যুক্তরাষ্ট্রে তুষারঝড় সম্পর্কিত নানা দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। গত শুক্রবার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়। দেশজুড়ে ভোগান্তিতে পড়েছেন অন্তত ২৫ কোটি মানুষ। 

আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঝড়ের তাণ্ডব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে, সেখানে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফান্ডল্যান্ড পর্যন্ত চরম শৈত্যপ্রবাহ ও শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। 

শুক্রবার বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে ঝড়টি ‘বোম্ব সাইক্লোনে’ রূপ নেয়। এতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে তুষার ঝড়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। 

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মন্টানার এলক পার্কের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মিশিগানের হেল শহর পুরোপুরি বরফের চাদরে ঢাকা ছিল। শুক্রবার রাতে হেল শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। 

বড়দিনের আগেই প্রবল তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রশহরটির স্মিটিটিস হেল সেলুনের বারটেন্ডার এমিলি বিবিসিকে বলেন, ‘এখানে অনেক ঠান্ডা, আমরা নারকীয় সময় পার করছি।’ 

পেনসিলভানিয়া ও মিশিগানেও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইংল্যান্ড, নিউ জার্সি ও নিউ ইয়র্কের উপকূলীয় এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিয়াটল ও পোর্টল্যান্ডের কিছু বাসিন্দাকে রাস্তায় জমাট বাঁধা তুষারের ওপর আইস-স্কেটিং করতে দেখা গেছে। 

এর আগে বিশেষজ্ঞরা সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও কানাডা জুড়ে তাপমাত্রা প্রবলভাবে নিচে নেমে যাওয়ার জেরে মাত্র ৫ থেকে ১০ মিনিট কেউ যদি খালি ত্বকে বাইরে বেরোন তাহলে সঙ্গে সঙ্গে তাঁর ফ্রস্টবাইট হতে পারে। 

ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার এর তথ্যমতে, শুক্রবার পাঁচ হাজার ৯০০-এর বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ শনিবারেও ১ হাজার ২০০ ফ্লাইট বাতিল করা হয়। 

পাওয়ারআউটেজ ডট ইউএস ডটের তথ্যমতে, শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে ১০ লাখ গ্রাহক বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। 

পাকিস্তানি ও আফগানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে পারেন ট্রাম্প

ভারতে শুল্ক এত বেশি যে, কিছুই রপ্তানি করা যায় না: ট্রাম্প

কানাডা-মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প

ইউক্রেনে বড় হামলার দিনে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইউরোপের বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের শরণার্থীদের বের করে দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

বৈদেশিক সহায়তা স্থগিত করা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশ, ডেমোক্র্যাট শিবিরে উল্লাস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘যেকোনো যুদ্ধের’ জন্য প্রস্তুত চীন

ইউক্রেনকে আর কোনো গোয়েন্দা তথ্য দেবে না যুক্তরাষ্ট্র