হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা: টার্গেট ছিলেন টম হ্যাঙ্কসও

মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হাতুড়ি হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির টার্গেট ছিলেন প্রখ্যাত হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসসহ আরও অন্যান্য জনপ্রিয় ব্যক্তিত্ব। বুধবার (১৪ নভেম্বর) আদালতের শুনানিতে এমন তথ্য জানা গেছে।

অভিযুক্ত ডেভিড ডিপাপের সাক্ষাৎকার নেওয়া একজন পুলিশ কর্মকর্তা শুনানিতে বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার এবং ডেমোক্রেটিক দলের নেতা ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও হামলার তালিকায় ছিলেন। ওই পুলিশ কর্মকর্তা আদালতে ডিপাপের কথিত তালিকার কথা বললেও, হামলার চক্রান্তের কোনো প্রমাণ আছে কিনা তা জানাননি।

গত ২৮ অক্টোবর সান ফ্রান্সিসকোর বাড়িতে পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালান এক ব্যক্তি। ডেভিড ডিপাপে নামের সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। হামলায় আহত হন পল পেলোসি। হাসপাতালে নেওয়ার পর তাঁর অস্ত্রোপচার করা হয়। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। 

হামলাকারী বাড়িতে ঢুকে ন্যান্সি পেলোসিকেও খুঁজেছিলেন। তবে ৮২ বছরের পল হামলার সময় বাড়িতে একা ছিলেন। ন্যান্সি হামলার সময় ওয়াশিংটনে অবস্থান করছিলেন।

২৮ অক্টোবরের ওই ঘটনার জন্য ডিপাপের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে। বুধবার প্রায় চার ঘণ্টার শুনানি শেষে সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টের বিচারক স্টিফেন মারফি এ বিষয়ে রুল জারি করেন। এতে বলা হয়, ডিপাপের বিরুদ্ধে বিচারকাজ চালানোর জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি