হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গর্ভপাতের পক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল

গর্ভপাতের অধিকারের সমর্থনে যুক্তরাষ্ট্রজুড়ে মিছিল করেছে হাজার হাজার মানুষ। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন করে প্রণীত একটি আইনের বিরুদ্ধে ও গর্ভপাতের সমর্থনে স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে এই মিছিল হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৭৩ সালের একটি আইনের মাধ্যমে যুক্তরাষ্ট্রজুড়ে গর্ভপাতের বৈধতা দেওয়া হয়েছিল। এ নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সুপ্রিম কোর্টে ওই আইনের ওপর শুনানি হবে। ওই আইনে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই শুনানির আগ দিয়ে দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের সমর্থনে রাস্তায় মিছিল করেছে।

রাজধানী ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। এ সময় অনেকে ‘গর্ভপাত বৈধ করুন’ লেখা প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন। তবে শুরুর দিকে গর্ভপাতের পক্ষে থাকা দুই ডজন আন্দোলনকারী এই বিক্ষোভে বাধা দেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল গতকাল শনিবার গর্ভপাতবিরোধী দুটি সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, গর্ভপাতের অধিকার নিয়ে লড়াইয়ে আমি অসুস্থ ও ক্লান্ত হয়ে পড়েছি। গর্ভপাতের বৈধতার আইন দেশে প্রচলিত একটি আইন। কেউ সেটি আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কখনোই পারবে না।

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি